ট্যাগ আর্কাইভঃ মধ্যবিত্ত জীবনের মানে

বইমেলায় মারজানের কাব্যগ্রন্থ মধ্যবিত্ত জীবনের মানে

এবারের বইমেলায় চলন্তিকা প্রকাশনী হতে প্রকাশ হয়েছে তরুণ কবি-আবৃত্তিকার শেখ সাদী মারজানের চতুর্থ কাব্যগ্রন্থ মধ্যবিত্ত জীবনের মানে

মধ্যবিত্ত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, স্বপ্ন ও বাস্তবতা; প্রতীক ও রুপকের সাথে শব্দের গাঁথুনীতে ফুটে উঠেছে। ৪৮ পৃষ্ঠার বইটিতে রয়েছে চল্লিশটি কবিতা। কখনো ছন্দে, কখনো মুক্ত ছন্দে কাব্য নির্মিত হয়েছে এই গ্রন্থে। ফ্লাপ লিখেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শুভঙ্কর দাস। বইটি পাওয়া যাচ্ছে- অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩৬৮ নম্বর স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমসহ বেশকিছু অনলাইন পরিবেশক হাউজে। গায়ের মূল্য: ১০০ টাকা।

poem book of marjan