ট্যাগ আর্কাইভঃ মিনহাজ ফয়সাল

এই শহরের সুখ নিয়ে মিনহাজ ফয়সাল

একুশে বই মেলা – ২০১৯ এ আসছে মিনহাজ ফয়সালের নতুন দুটি বই। ২০১৪ সালে কবিতার বই প্রকাশের মধ্যে দিয়ে যাত্রা শুরু করা এই পথিকের এবারের চমক শিশুতোষ ছড়ার বই ‘পাখি সব পাখা চায়’ আর ‘এই শহরের সুখ’ নামে আরেকটি বই। ইতোমধ্যে গ্রন্থ দু’টির প্রচ্ছদ প্রকাশের পাশাপাশি নিয়াজ চৌধুরী তুলির প্রচ্ছদ আর নিসা মাহজাবীনের অলংকরণে সিলেটের শব্দতারা প্রকাশন থেকে শিশুতোষ ছড়ার বই ‘পাখি সব পাখা চায়’ প্রকাশিত হয়েছে।

৬ এপ্রিল সুনামগঞ্জ সদরের বুড়িস্থলে অ্যাডভোকেট আব্দুর রউফ ও রোকেয়া বেগমের পরিবারে জন্ম নেওয়া মিনহাজ ফয়সালের পুরোনাম মিনহাজুর রহমান ফয়সাল। লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন সাহিত্যের ছোট কাগজ পিঁপড়া।

লেখকের প্রকাশিত অন্যান্য বইগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ- শব্দ দিয়ে আঁকা আবেগ (২০১৪), শিশুতোষ ছড়াগ্রন্থ- চাঁদের বুড়ি (২০১৬), রোদের ডানায় ফড়িং নাচে (২০১৭), ছড়াগ্রন্থ- আপনি আমি তুই (২০১৮), গল্পগ্রন্থ- যতিহীন ভালোবাসা (২০১৬), মানুষ হাসতে জানে (২০১৭) এবং শিশুতোষ গল্পগ্রন্থ- ম্যাজিক স্যার (২০১৮)।

সাহিত্য অঙ্গনে সফলতার ফলস্বরূপ মিনহাজ ফয়সাল অর্জন করেছেন কেমুসাস তরুণ সাহিত্য পদক (২০১৬) ও কাব্যকথা জাতীয় সাহিত্য পদক (২০১৮)।