ট্যাগ আর্কাইভঃ শ্রমিক দিবস

আর কত রক্ত লাগবে

395

আজো কেন কানে আসে নির্যাতিত শ্রমিকের বার্তা?
আজো কেন কাঁধে নিয়ে চলে শ্রমিকদের শব যাত্রা?

আজো কেন আকাশে বাতাসে উদ্বেলিত অসহায়ের কান্না?
আজো কেন দালানে রাজপথে দেখি শ্রমিকদের রক্ত বন্যা?

কেন এখনো দেশে দেশে লাঞ্চিত মোর শ্রমিক ভাই?
কেন এখনো হয়নি মানবতার তরে মানব সমাজে ঠাঁই?

হে শহীদ স্পীজ এখনো কি হয়নি তোমার রক্তের শোধ?
কত রক্ত আর ঘামে সভ্যতাকে করতে হবে পরিশোধ?

আর কত প্রাণ গেলে এই ধরণীতে হবে শ্রমিকের দাম?
আর কতকাল রক্তের বিনিময়ে গড়বো এই ধরাধাম?

কতটুকু রক্ত হলে এই সভ্যতাতে জাগবে মানবতা?
কতটি প্রাণ গেলে পাবো নিরাপদ মৃত্যুর নিশ্চয়তা?

.
সাখাওয়াতুল আলম চৌধুরী
পতেঙ্গা, চট্টগ্রাম।