ট্যাগ আর্কাইভঃ শ্রেফ মজা নয়

খুল যা সিম সিম… গেদুর ব্যর্থতা

দূরে কাছে, দেশে বিদেশে যে যেখানে আছেন তাদের সকলকে খুল যা সিম সিম এর পক্ষ থেকে সু-স্বাগতম। বিজ্ঞাপনের এই যুগে যেখানে বিজ্ঞাপনের ফাকে ফাকে অনুষ্ঠান প্রচার করা হয় সেখানে কেবল মাত্র বিজ্ঞাপনের অভাবে এই অায়োজনটি বন্ধ ছিল। এমনই জনপ্রিয় এই অনুষ্ঠান! অবশেষে নিজের পয়সায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। তাই আপনারা নিশ্চিত থাকেন যে অনুষ্ঠানটি একযোগে বিনা বিরতিতে প্রচারিত হবে।

সেদিন এক সুন্দরী লাস্যময়ী তরুনী এসে গেদুকে বলল, শুনেছি আপনি নাকি ভবিষ্যত বলতে পারেন?
গেদু বলল, পারি না মানে! যদি তোমার হাতটি ছুয়ে দেই তাহলে তুমিও বলতে পারবে ভবিষ্যত।
মেয়েটি হাত বাড়িয়ে দিল। গেদু হাত ধরেই রাখল। এক দুই তিন, কেটে যাক দিন, গেদু মনে মনে বলে এ পথ যদি শেষ না হয় তবে কেমন হয়!
মেয়েটি বলল, কই। আমিতো ভবিষ্যত বলতে পারছি না?
মিষ্টি হেসে গেদু বলল, পারবে। পারবে না মানে একেবারে পরিস্কার দেখতে পারবে। শুধু তোমার গালটি আমার দিকে বাড়িয়ে দাও।।
মেয়েটি বলল, না।
গেদু বলন, কে নয়?
– আপনি, আমার গালে চুমু খাবেন।
গেদু মহা উল্লাসে বলল, এই তো দেখতে পারছো তুমি ভবিষ্যত। দাও দাও তোমার গালটি বাড়িয়ে দাও। যে ভবিষ্যত তুমি দেখতে পারছো তাকে বর্তমানে নিয়ে আস।

হা ভাই-বোন-বন্ধুরা, গেদু যে কৌশল নিয়েছে সেখানে সে ব্যর্থ হয় নাই। তার ব্যর্থতা অন্য জায়গায়। আসুন সে দিকে যাওয়া যাক।

বিভিন্ন দেশের পুলিশের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে, একটি শিকারী কুকুরকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে দেখতে হবে কোন দেশের পুলিশ কত দ্রুত খুঁজে বের করে আনতে পারবে।

ছেড়ে দেয়া হলো কুকুরটি। একদিনের মধ্যে খুঁজে নিয়ে এলো যে পুলিশের দল তাদের চিহ্নিত করা গেল যে পুলিশ বাহিনীটি চীনের।

দ্বিতীয় দলটি দুই দিনে চিহ্নিত হলো আমেরিকান পুলিশ।

তৃতীয় দলটি খুঁজতে গেল। কিন্তু দিন যায়, রাত যায় যেতে যেতে এক সপ্তাহ চলে গেল কিন্তু তারা আর ফিরে এলো না। জাতিসংঘের প্রশিক্ষিত পুলিশ টিম বেরিয়ে গেল। আবশেষে দেখতে পাওয়া গেল সেই পুলিশ বাহিনীকে। জানা গেল তারা গত এক সপ্তাহ যাবত একটি ভেড়াকে গাছে বেধে পিটাচ্ছে আর বলছে –
স্বীকার কর তুই সেই কুকুর।
স্বীকার কর তুই সেই কুকুর।

কোন দেশের পুলিশ তারা? কেউ জানল না।
গেদুকে দায়িত্ব দেয়া হলো খুঁজে বের করতে যে, তারা কোন দেশের পুলিশ। গেদুর ব্যর্থতা এখানেই যে সে চিহ্নিত করতে পারল না তারা কোন দেশের পুলিশ।

গেদুর এই ব্যর্থতা নিয়েই শেষ করতে হচ্ছে আজকের খুল যা সিম সিম। আল্লাহ হাফেজ।