দূরে কাছে, দেশে বিদেশে যে যেখানে আছেন তাদের সকলকে খুল যা সিম সিম এর পক্ষ থেকে সু-স্বাগতম। বিজ্ঞাপনের এই যুগে যেখানে বিজ্ঞাপনের ফাকে ফাকে অনুষ্ঠান প্রচার করা হয় সেখানে কেবল মাত্র বিজ্ঞাপনের অভাবে এই অায়োজনটি বন্ধ ছিল। এমনই জনপ্রিয় এই অনুষ্ঠান! অবশেষে নিজের পয়সায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। তাই আপনারা নিশ্চিত থাকেন যে অনুষ্ঠানটি একযোগে বিনা বিরতিতে প্রচারিত হবে।
সেদিন এক সুন্দরী লাস্যময়ী তরুনী এসে গেদুকে বলল, শুনেছি আপনি নাকি ভবিষ্যত বলতে পারেন?
গেদু বলল, পারি না মানে! যদি তোমার হাতটি ছুয়ে দেই তাহলে তুমিও বলতে পারবে ভবিষ্যত।
মেয়েটি হাত বাড়িয়ে দিল। গেদু হাত ধরেই রাখল। এক দুই তিন, কেটে যাক দিন, গেদু মনে মনে বলে এ পথ যদি শেষ না হয় তবে কেমন হয়!
মেয়েটি বলল, কই। আমিতো ভবিষ্যত বলতে পারছি না?
মিষ্টি হেসে গেদু বলল, পারবে। পারবে না মানে একেবারে পরিস্কার দেখতে পারবে। শুধু তোমার গালটি আমার দিকে বাড়িয়ে দাও।।
মেয়েটি বলল, না।
গেদু বলন, কে নয়?
– আপনি, আমার গালে চুমু খাবেন।
গেদু মহা উল্লাসে বলল, এই তো দেখতে পারছো তুমি ভবিষ্যত। দাও দাও তোমার গালটি বাড়িয়ে দাও। যে ভবিষ্যত তুমি দেখতে পারছো তাকে বর্তমানে নিয়ে আস।
হা ভাই-বোন-বন্ধুরা, গেদু যে কৌশল নিয়েছে সেখানে সে ব্যর্থ হয় নাই। তার ব্যর্থতা অন্য জায়গায়। আসুন সে দিকে যাওয়া যাক।
বিভিন্ন দেশের পুলিশের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে, একটি শিকারী কুকুরকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে দেখতে হবে কোন দেশের পুলিশ কত দ্রুত খুঁজে বের করে আনতে পারবে।
ছেড়ে দেয়া হলো কুকুরটি। একদিনের মধ্যে খুঁজে নিয়ে এলো যে পুলিশের দল তাদের চিহ্নিত করা গেল যে পুলিশ বাহিনীটি চীনের।
দ্বিতীয় দলটি দুই দিনে চিহ্নিত হলো আমেরিকান পুলিশ।
তৃতীয় দলটি খুঁজতে গেল। কিন্তু দিন যায়, রাত যায় যেতে যেতে এক সপ্তাহ চলে গেল কিন্তু তারা আর ফিরে এলো না। জাতিসংঘের প্রশিক্ষিত পুলিশ টিম বেরিয়ে গেল। আবশেষে দেখতে পাওয়া গেল সেই পুলিশ বাহিনীকে। জানা গেল তারা গত এক সপ্তাহ যাবত একটি ভেড়াকে গাছে বেধে পিটাচ্ছে আর বলছে –
স্বীকার কর তুই সেই কুকুর।
স্বীকার কর তুই সেই কুকুর।
কোন দেশের পুলিশ তারা? কেউ জানল না।
গেদুকে দায়িত্ব দেয়া হলো খুঁজে বের করতে যে, তারা কোন দেশের পুলিশ। গেদুর ব্যর্থতা এখানেই যে সে চিহ্নিত করতে পারল না তারা কোন দেশের পুলিশ।
গেদুর এই ব্যর্থতা নিয়েই শেষ করতে হচ্ছে আজকের খুল যা সিম সিম। আল্লাহ হাফেজ।
বেশ বোধময় লেখা মালেক দা কিছু মজা পাওয়া আবার কিছু জ্ঞান নিওয়া——-
ভাল থাকুন দাদা—————
খুল যা সিম সিম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ১২ মিনিটের মাথায় এখানে আপনি আপনার প্রতিক্রিয়া জানিয়েছেন।
অার্কাইবে সংরক্ষিত থাকল যে আপনি হচ্ছেন আপনি হচ্ছেন প্রথম মন্তব্যকারী। কিছু একটা পুরস্কার আপনার কপালে জোটেও যেতে পারে।
বিজ্ঞাপনের অভাবে এই অায়োজনটি বন্ধ ছিল। এমনই জনপ্রিয় এই অনুষ্ঠান অবশেষে নিজের পয়সায় অনুষ্ঠানটি সম্প্রচার শুরু হয়েছে দেখে যারপরনাই আনন্দিত হলাম।
অনুষ্ঠানটি একযোগে বিনা বিরতিতে প্রচারিত হবে এই শুভকামনা।
বরাবরই আমি থাকছি; এই বার দ্বিতীয় পুরস্কার দ্যান স্যার।
বিজ্ঞাপন বিজ্ঞাপন করছেন!
টের পাবেন যখন গাছের সাথে বেধে পিটাবে আর বলবে,
স্বীকার কর তুই ফকির আর তুই গেদু সিরিজ লিখছ, স্বীকার কর।
তখন টের পাবেন!!
পুরস্কারের আশা জন্মের মতো টুটে যাবে। হু কইয়া দিলাম। খুব খেয়াল।
পবলেম মানে বিশাল পবলেম।
নিজের পয়সায় চলছে যখন বিজ্ঞাপন দেখাতে আপত্তি নেই । কিন্তু কথা হচ্ছে দর্শক কতক্ষন বিজ্ঞাপনের উপর ধৈর্য্য রাখবে সেটাও একটা ব্যাপার ।
মানুষ বিজ্ঞাপনের উপর বিরক্ত হয়ে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ঘুরে বেড়ায় তাইতো চলবে বিরতিহীনভাবেএকটানা।
বিরতিবিহীনএকটানাবিজ্ঞাপনবিহীন
গেদু ব্যর্থ হইলেও আমি কিন্তু জানি… তারা হইলো, তাহারা হইলো ‘বাংলাদেশের পুলিশ।’
এইবার আমারে যে পুরুস্কার দিবেন— সেইটাও আমি জানি! জেল, ফাঁসি অথবা ডিরেক্ট গুলি…
কিন্তু আমি কোন পুরুস্কার-টুরুস্কার নিমু না।

অাপনি কবি তাই কাল্পনিক পুরস্কারের স্বপ্ন দেখছেন।
স্বপ্ন দেখা ভাল।
খুল যা সিম সিম এর প্রযোজক কে এইটাইতো চিনতে পারিলাম না তো কিছুতেই
তাইতো আমি ভাবিয়া নিয়াছি আমার কপালে এই পুরুষ্কার আসিবানে কোনদিন।
এই জন্যেই বিজ্ঞাপনের অনুষ্ঠান না দেখিবার জন্য সকলকে আবেদন জানাইলাম।
এই জন্যো কি আমার জেল ফাসি হইবার সম্ভাবনা আশা করা যায়?
সালাম জনাব।
প্রথমেই বলে নেই যে, খুল যা সিম সিম সম্পুর্ণ বিজ্ঞাপন মুক্ত অনুষ্ঠান কারণ এটা এতটাই ফ্লপ অনুষ্ঠান যে এই অনুষ্ঠানের কোন বিজ্ঞাপন দাতা খুঁজে পাওয়া যাচ্ছে না।
কেন যে আপনি অনুষ্ঠান না দেখার আবেদনকারী তাই বোধগম্য হলো না।
তবে জনাব অনুষ্ঠানের শেষ অংশে গেদুর ব্যর্থতা বিষয়ক কোন মন্তব্য না করাটা বুদ্ধিমানের কাজ বটে।
তবে ভাই আমি কিন্তু গেদুর ব্যার্থতার সমবাদ জানিতে অতি আগ্রহি, ইহা চিতকার করিয়া জানাইয়া দিলাম। এবং এই খবর জানাইবার দায়িতও আপনাকে অর্পন করিলাম।
ভালো উদ্যোগ, গেদুর গোয়েন্দা কমকাান্ড চলমান থাক
ধন্যবাদ আপনাকে।
আস্ সালামু আলাইকুম
প্রথমে সালাম জানাই খুল যা সিম সিম- এর প্রযোজককে যিনি লাভ নাই জেনে ও এমন একটি আয়োজনে টাকা পয়সা খরচ করছেন।
পরে গেদু মিয়ার কতা কি আর করিব বর্ণন তরুনীর হাত ধরে, গেদু বেটা বেজায় চালাক।
আর ঐ যে পুলিশের দেশের খবর! দারুনভাবে চেপে গেছে সাবাস
উপস্থাপক হিসাবে ফকির আপনাকে স্যালুট।
আল্লা হাপেচ।
ও আলাইকুম সালাম
ধন্যনাদ।
শুভ কামনাবাসনা
নাম বলা নিষেদ, অর্থাৎ কিনা, যেই দেশের পুলিশ সেই দেশের নাম বলা নিষেদ। গেদু সেই জন্যই বলতে পারে নি। বেজায় চালাক গেদু।
জানা গেল তারা গত এক সপ্তাহ যাবত একটি ভেড়াকে গাছে বেধে পিটাচ্ছে আর বলছে –
স্বীকার কর তুই সেই কুকুর।
স্বীকার কর তুই সেই কুকুর
এমন দেশটি পৃথীবির কোথাও তুমি পাবে না কো খুঁজে।