নিঃসঙ্গ রাত্রির নীরবতা পেরিয়ে
কে তুমি সম্মুখে এসে দাঁড়াও
নব রুপে নব সুরে
কর নব নব দিগন্তের উন্মোচন
কে তুমি পেরিয়ে যাও আমার সিদ্ধ নিষিদ্ধর সীমারেখা
কে তুমি বদলে দাও আমার সকল চাওয়া পাওয়ার হিসেব।
10 thoughts on “নিশুতি রাতের ইতিকথা ৩”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
লিখন পরিসর বা ব্যাপ্তি বেশ ছোট হলেও; গভীরতাকে কমাবার জো নই।
শুরু থেকে শুরু করুন প্রিয় শ্রদ্ধেয়। শব্দনীড় এ আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আর কৃতজ্ঞতা
ভালো লাগলো
ধন্যবাদ
কে তুমি পেরিয়ে যাও আমার সিদ্ধ নিষিদ্ধর সীমারেখা
কে তুমি বদলে দাও আমার সকল চাওয়া পাওয়ার হিসেব।
– অসাধারণ!!
শুভেচ্ছা।
শুভকামনা
অনেক সুন্দর। শুভেচ্ছা রইলো কবি।
শুভকামনা।
সল্প পরিসরে অনেক কিছুই বলেছেন, শুভকামনা
ধন্যবাদ।