নিশুতি রাতের ইতিকথা- ২

মধ্যরাত্রি
নিশ্চুপ পৃথিবী
নিঃসঙ্গ আমি, খানিক ভেবে
টুপ করে ঢুকে পড়ি নিজের পৃথিবীটাতে
সেথায় যথাযথ পূর্বানুমান বিরাজমান।

দেখি ভালোবাসাদের খুনসুটি জমেছে বেশ
স্বপ্নরা পেখম মেলেছে ময়ূরের বর্ণিল আভায়
স্নেহ মায়া মমতা জড়াজড়ি করে আছে, দেখে
মুচকি হাসছে দুষ্টুমিরা।
আস্থা আর বিশ্বাস ঘুমিয়ে পড়েছে পরম নিশ্চিন্তে।

দেখে, আমিও নিশ্চিত হই
ঘুন পোকা বসত গড়েনি তাতে।
সমস্ত অনুভূতিরা আজও সোচ্চার
এরা, আমার অস্তিত্ব জাগানিয়া অনুভূতিরা
একান্তই আমার,
এই পৃথিবী
কিংবা এই আমার আমি।

3 thoughts on “নিশুতি রাতের ইতিকথা- ২

  1. এমনিতেই আপনার লিখা কম পাই … তারপরও যতটুকু যা আসে …
    এককথায় ___ অসাধারণ। অভিনন্দন আরিফা তাজরিমিন। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।