নিশুতি রাতের ইতিকথা

ফি-রাতে,
রাত গভীর হলে কি এক নেশা পেয়ে বসে আজকাল
আমার ‘আমি’ তে ফেরার নেশা।

প্রহরে প্রহরে রাত তার রূপ বদলায়,আমিও নেমে পড়ি
বদলে যাওয়া ‘আমি’ গুলোকে পরখ করতে।

বিন্দু থেকে বৃত্ত
কত কত অচেনা ‘আমি’রা সামনে এসে দাঁড়ায়
আমি হারিয়ে যাওয়া আমিটা কে ফ্রেমে ফেলে তার সাথে মেলাতে ব্যাকুল হয়ে উঠি।
ইতিউতি আতিপাতি হাতড়ে ফেরা
হাতড়াতে হাতড়াতে রাত পেরিয়ে নতুন একটি ভোর আসে। আবারও আমি এসে দাঁড়াই কালকের সেই এক-ই ‘আমি’ তে।

আমার আর ‘আমার আমি’ তে ফেরা হয় না।

4 thoughts on “নিশুতি রাতের ইতিকথা

  1. দুই তিন বার মন দিয়ে পড়লাম।

    লেখাটা পড়তে গিয়ে কিছু জায়গায় হোচট খেয়েছি। আমি মনে করি আপনি যদি আর একটু মনযোগী হন লেখালেখিতে আমরা পাঠকরা অসাধারণ কিছু পাব।
    শুভ কামনা আপনার প্রতি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।