ষষ্ঠ শ্রেনীর একজন শিক্ষার্থীকে শিখানো হচ্ছেঃ
ইসলাম শিক্ষাঃ সমস্ত শক্তির মালিক আল্লাহ।
সামাজিক বিজ্ঞানঃ জনগন ই সকল ক্ষমতার উৎস।
সাধারন বিজ্ঞানঃ সমস্ত শক্তির উৎস সুর্য্য।
গনিতঃ ৩% হারে ৫০০০ টাকা কত বছরে সুদে আসলে ৬৫০০ টাকা হবে।
ইসলাম শিক্ষাঃ সুদ সম্পর্কিত ১০ ব্যক্তি জাহান্নামী।
কেন এই দ্বিমুখি শিক্ষা ব্যবস্থা ? এ ধরনের শিক্ষা ব্যবস্থা কিভাবে, কেন, কোথা থেকে আসল ?
দ্বিমুখী নয়, বহুমুখী অসচেতনতার বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। কনফিউজিং পাজল্।
আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা হযবরল। খুব হযবরল। আমাদের এখানে শিক্ষা নিয়ে যার যেমন খুশি তেমন ব্যবস্থাই চলছে। চূড়ান্ত উদবিগ্ন হওয়ার মত অবস্থা বিরাজ করলেও আমরা সচেতন নই মোটেই।
কেন এই দ্বিমুখি শিক্ষা ব্যবস্থা ? এ ধরনের শিক্ষা ব্যবস্থা কিভাবে, কেন, কোথা থেকে আসল ?
জানি না।