পেসবল

ক্রিকেট ব্যাট আর টুপি সানন্দে পড়ে আছে
অক্টোবর মাসের নরম ঘাসে
পরবর্তী পোট্রেট আঁকবার আগেই ভাই বললো,
‘স্পিনিংটা আজো শিখে নিতে পারলে না’
বলটা কিনতু ঠিকই ঘুরতে ঘুরতে ওর মুখের কাছে গিয়ে দাঁড়ালো।

অক্টোবর না বলে একে শরৎ বলাই ভাল
বার্ষিক পরীক্ষার কাছাকাছি সময়ে খেলতে যাওয়া ঠিক না
বারবার মা তাড়া দিয়েছে পড়তে যাবার
তবু সকালের এই রোদ মাঠে নিয়ে ফেললো অশান্ত শরীর
ভাই রান আউট হয়ে গেল।

ফিরে আসতে আসতে মনে হচ্ছিল
বলটা আরেকটু মেপে ছোঁড়া উচিত ছিল
বোলিং শেখাতে শেখাতে ভাই আজ বয়সের কাছে নতজানু
সস্তায় কেনা ব্যাটটাও আরেকটু পর গুঁড়িয়ে যাবে
ইয়র্কার বলে আমিও ততক্ষনে বোল্ড আউট।

17 thoughts on “পেসবল

  1. বোলিং শেখাতে শেখাতে ভাই আজ বয়সের কাছে নতজানু
    সস্তায় কেনা ব্যাটটাও আরেকটু পর গুঁড়িয়ে যাবে
    ইয়র্কার বলে আমিও ততক্ষনে বোল্ড আউট।

    সালাম তুবা আপু – অসাধারণ

  2. ফিরে আসতে আসতে মনে হচ্ছিল
    বলটা আরেকটু মেপে ছোঁড়া উচিত ছিল
    বোলিং শেখাতে শেখাতে ভাই আজ বয়সের কাছে নতজানু
    সস্তায় কেনা ব্যাটটাও আরেকটু পর গুঁড়িয়ে যাবে
    ইয়র্কার বলে আমিও ততক্ষনে বোল্ড আউট।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. জীবন থেকে তো এভাবেই মানুষ বোল্ড আউট হয় । তুমি ভাই অলয়েজ ভালো লিখ । শুভকামনা তোমার জনয ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।