জড়তা

প্রতিবার দেখা হবার পর লজ্জা পেতে শুরু করি
মনে হতে থাকে কি বলি, কি বলি!
মনে হয় জিজ্ঞেস করি, আমাদের কি আগেও দেখা হয়েছিল?
আমরা পরস্পরের কাছে প্রতিবারই অচেনা।
এসব খুব একটা ভাল লক্ষণ নয়
হয়তো আপনিও বলবেন, এই কবি সিজোফ্রিনিয়ায় আক্রান্ত
অথচ খুব গোপনে পত্রিকা ঘেঁটে আপনার রাশিফল পড়ি
অন্যদেরকে বলি, এই ব্যাক্তি আমার খুব পছন্দের, ইনি বিশিষ্ট জন।
বোধকরি এসব জেনে আপনি ভীষন মুষড়ে পড়বেন
আরো বেশী আক্রান্ত হবেন, হয়তো হ্যালুসিনেশন বেড়ে যাবে
যতবার দেখা হবে আপনিই এগিয়ে এসে জানতে চাইবেন নাম
আমি মরমে মরে, আরেকটু সরে যেতে যেতে বিড়বিড় করব,
আ-আমি তুবা…তুবা…

16 thoughts on “জড়তা

  1. লিখাটির শেষ অংশটি প্রতিধ্বনি তুলে বারবার যেন ফিরে ফিরে আসছে প্রিয় বন্ধু। :)

  2. আচ্ছা দেখা হবে একদিন, আমি বলব আমি আর আপনি বলবেন আমি শাকিলা তুবা। শুভেচ্ছা নিন কবি। :)

  3. আহা কী দারুণ! একসময় অচেনাও চেনা হয়ে যায় দিদি। আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি দিদি।           

  4. আমি মরমে মরে, আরেকটু সরে যেতে যেতে বিড়বিড় করব,
    আ-আমি তুবা…তুবা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. ভালোবাসা নিত্য আসুক নতুন করে প্রথম পরিচয়ের মতন, এও ভালো কবি। পুরানো হয়ে যাওয়ার শংকা নেই। 

    দারুণ, শুভেচ্ছা কবি শাকিলা তুবা  

মন্তব্য প্রধান বন্ধ আছে।