প্রণয় অভিলাষ……….

স্নিগ্ধ বিকেল হিমেল হাওয়া
উইনচাইমস এর টুংটাং শব্দ
বেলকুনিতে আমি কফি হাতে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়,
কফিতে চুমুক দিতেই মনে হলো তুমি ঠোঁট ছুঁয়ে দিলে
বুকে জড়িয়ে নিলে,
আমি শুধু তোমার নিঃশ্বাসটুকু টের পাই,
এই যেনো ছুঁয়ে গেলে আমার এলোমেলো চুলে,
জেগে ওঠে হটাৎ দাবানল,
তখন সুপ্ত স্বপ্নগুলো বুকের মাঝে জাগায় জ্বলন্ত অভিলাষ,
সাতপাকে ঘুরে সিঁদুর সঙ্গী মেনে নিয়েছি
সেই কবেই তোমাকে,
কল্পনায় তোমার হাতে সিঁদুর পড়িয়ে নিয়েছি,
সব সীমা অতিক্রম করে ভালোবেসেছি,
ভালোবেসে যাবো অনন্তকাল……..

.
— ফারজানা শারমিন
১১ – ০৯ – ২০১৯ ইং

16 thoughts on “প্রণয় অভিলাষ……….

  1. প্রণয় প্রত্যয়ের কথা-কবিতা ভালো লেগেছে কবিবোন ফারজানা শারমিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. প্রণয় অভিলাষে শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই। ব্লগিং হোক আনন্দের। অন্যান্য ব্লগারদেরও ব্লগে আপনার উপস্থিতি চাইবো।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ইনশাআল্লাহ । আপনাদের পাশে আছি শুভেচ্ছা রইলো কবি………

  3. সাতপাকে ঘুরে সিঁদুর সঙ্গী মেনে নিয়েছি
    সেই কবেই তোমাকে,
    কল্পনায় তোমার হাতে সিঁদুর পড়িয়ে নিয়েছি,
    সব সীমা অতিক্রম করে ভালোবেসেছি,
    ভালোবেসে যাবো অনন্তকাল……..

    ভালোবাসা হলো এ দেহের নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি?

    ভালোবাসার জয় হোক।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।