একা একা হেঁটে যাচ্ছি নিজের ভেতর প্রতিদিন।
বেঁচে আছি, এই বোধের উর্ধে পাশাপাশি সময় হাঁটে
বুকের ভেতর বেতফল পেন্ডুলামের মত দোলে
আর একবার সময়কে পায়ে কুঁচলে দিতে চাই।
কোনো পুরুষকেও এত প্রেম নিবেদন করিনি
যত করেছি তোমায়, আমার নাগর!
আর বিনিময়ে, তুমি শালা ঠকিয়েছ আমায় প্রতি পলে।
নিকুচি করি এইসব পুরনো গৎবাঁধা বুলিকে
নিকুচি করছি তোমাকে, তোমার প্রীতিকে।
লাইব্রেরীর পোকা কাটা পুরনো বইয়ের গন্ধও এখন প্রিয়
তুমি বুক শেলফের কোনায় পড়ে থাকো, তামাদি হও আরো।
আমি স্বাদ নিই নতুনের, যে বাঁচায় বারবার
তাকে আমি দেবজ্ঞানে পূজো দেই।
তোমার কপালে কেটে দিলাম ছাইয়ের তিলক
যমের নজরে তুমিও শুকোও আজ থেকে
আমি সহর্ষ বায়োস্কোপ দেখি, নাকের ডগায়—
যেখানে তোমার নামের উল্কি কেটেছি এই সেদিনও।
কবিতার জন্য শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা।
ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
আর বিনিময়ে, তুমি শালা ঠকিয়েছ আমায় প্রতি পলে।
নিকুচি করি এইসব পুরনো গৎবাঁধা বুলিকে
নিকুচি করছি তোমাকে, তোমার প্রীতিকে
সাবাস সাবাস
লাইব্রেরীর পোকা কাটা পুরনো বইয়ের গন্ধও এখন প্রিয়
তুমি বুক শেলফের কোনায় পড়ে থাকো, তামাদি হও আরো।
আমি স্বাদ নিই নতুনের, যে বাঁচায় বারবার
তাকে আমি দেবজ্ঞানে পূজো দেই।
আরে সাবাস সাবাস
ধন্যবাদ কবি ফকির আবদুল মালেক ভাই।
অসাধারণ কবিবোন শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী দা।
কোনো পুরুষকেও এত প্রেম নিবেদন করিনি
যত করেছি তোমায়, আমার নাগর!
আর বিনিময়ে, তুমি শালা ঠকিয়েছ আমায় প্রতি পলে।
নিকুচি করি এইসব পুরনো গৎবাঁধা বুলিকে
নিকুচি করছি তোমাকে, তোমার প্রীতিকে।
নারী যতটা প্রেম দেয় ততটা প্রেম পায় না । নারীই মনে হয় এভাবে ভালোবাসতে পারে ।
এভাবে লিখলে ! মুগ্ধ
ঠিক তাই নাহার। শুভেচ্ছা
নিকুচি করি এইসব পুরনো গৎবাঁধা বুলিকে
নিকুচি করছি তোমাকে, তোমার প্রীতিকে।
কবিতার উচ্চারণে দারুণ আত্মবিশ্বাস। অভিনন্দন কবি।
ধন্যবাদ সাজিয়া আপা।
একটি আদর্শ কবিতা পড়লাম মনে হলো।
শুভেচ্ছা কবি সুমন ভাই।
অভিনন্দন প্রিয় কবি দিদি ভাই।
শুভেচ্ছা কবি রিয়া দি।
শুভকামনা রইল আপু
ধন্যবাদ আপা।
কোনো পুরুষকেও এত প্রেম নিবেদন করিনি
যত করেছি তোমায়, আমার নাগর!
আর বিনিময়ে, তুমি শালা ঠকিয়েছ আমায়।
অসাধারণ উপস্থাপনা। ভালো লাগলো। মুগ্ধ হলাম।
শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
শুভেচ্ছা জানবেন দাদা।
সুন্দর একটা কবিতা পড়লাম। শ্রদ্ধেয় কবি দিদির জন্য শুভকামনা থাকলো।
খুশি হলাম নিতাই বাবু দা।
বরাবরের মত সুন্দর একটা কবিতা পড়লাম।
অনেক শুভেচ্ছা নেবেন আপু ।
আপনাকে ধন্যবাদ ভাই।