তুমি নেই,
এই সত্যটা সহজেই মেনে নিতে পেরেছিলাম বলে
আজ তুমি আসলেই নেই
একদানা মুক্তো চোখের কোনে ঝিকমিক করেছিল বৈকি
তাও হারানোর বেদনায় না মুক্তির আনন্দে, বুঝিনি।
আমার এই স্বীকারোক্তি তোমায় দুঃখী করল কি?
তোমায় দুঃখ আমি একেবারেই দিতে চাইনি
অথচ কত শক্তি আমার দেখো
যে দুঃখ তুমি আমায় দিতে চেয়েছিলে
অনায়াসে তা তোমারি বুকে বপন করে দিলাম
যদিও তা চাইনি মোটেও, আগেই বলেছি।
আমি এখন সাঁতার কাটি মেঘেদের বুকে
তুমি বিহীন স্বাধীনতা আজ আমার পরম পাওয়া
আমার বকের পালক আরো শুভ্র হয়েছে
একদিন এসে দেখে যেও।
এত বেশি তুমি আমি যে লেখাটির সৌন্দর্য নষ্ট হয়েছে বলে আমার মনে হয়েছে।
শুভ কামনা।
ঠিক বলেছেন ফকির আবদুল মালেক ভাই। আমারও তাই মনে হয়েছে।
পালকের শুভ্র শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু তুবা।
অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। শুভেচ্ছা আপনার জন্য।
দারুণ
ধন্যবাদ।
শুভেচ্ছা সেই সাথে শুভ কামনা রইলো অনেক।
অনেক ধন্যবাদ কবি মামুনুর ভাই।
চমৎকার কবিতা কবি শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সুমন ভাই।
অসামান্য সুন্দর কবিতা আপা।
ধন্যবাদ সাজিয়া আফরিন আপা।
অভিনন্দন কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র দা।
রিভেঞ্জ মনে হলো। অভিনন্দন প্রিয় কবি দি।
শুভেচ্ছা কবি রিয়া রিয়া দি।
মুহাহাহা,
তুমি নেই, কারন আমি মরে গেছি। অভিনব চিন্তা আমার সব সময়ই ভালো লাগে সন্ন্যাসিনী। জয়বাংলা
বেশ চমৎকার লিখেছেন শ্রদ্ধেয় কবি দিদি। শুভকামনা থাকলো।
ধন্যবাদ দাদা।
আমি এখন সাঁতার কাটি মেঘেদের বুকে
তুমি বিহীন স্বাধীনতা আজ আমার পরম পাওয়া
আমার বকের পালক আরো শুভ্র হয়েছে
একদিন এসে দেখে যেও।
চমৎকার ভাবনা ..
শুভেচ্ছা জানবেন কবি।
রিয়া রিয়া : ১৫-০৯-২০১৯ | ২৩:০৫ |
রিভেঞ্জ মনে হলো। অভিনন্দন প্রিয় কবি দি।
হা হা, খারাপ বলেন নাই রিয়া দিদি।
কবিতায় ভালোলাগা ও শুভেচ্ছা কবি শাকিলা তুবা। কবিতায় শরত কাল চলে এসেছে। কাশফুল আরও সাদা হচ্ছে।
ধন্যবাদ কবি।
কবিতা পাঠে মুগ্ধ হলাম। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
ধন্যবাদ আর শুভেচ্ছা কবি।