বিপথে গিয়েছে যে, আম ছালা তার সবই যাবে

জন বল্টন, আমেরিকান যুদ্ধবাজ কূটনীতিবিদ এবং সামরিক উপদেষ্টা। সামরিক ভাবে দূর্বল দেশগুলোতে সামরিক হামলা, গৃহযুদ্ধ লাগানো, গণহত্যা, নাশকতা, নিষেধাজ্ঞা আরোপ, অন্যের খনিজ সম্পদ লুট। আরো কত কূটবুদ্ধি, অসুস্থ চিন্তা, কাপুরোষচিত পরিকল্পনা তার মাথায় আসতো তার বর্ণনা একমাত্র সেই দিতে পারবে। কিন্তু শেষ ভালো হলো না, বরখাস্ত হয়ে নিজেই ফানি ক্যারেকটার বা উপহাসের পাত্র হয়ে গেলো।

তার জন্য একটা কথা বলি, “বিপথে গিয়েছে যে, আম ছালা তার সবই যাবে।”

14 thoughts on “বিপথে গিয়েছে যে, আম ছালা তার সবই যাবে

    1. লেখাটা বিশ্রী হয়েছে, পোস্ট দিবো কিনা আশংকা ছিলাম। পরে মুছে দিবো। :) 

  1. হায় জন বল্টন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে বাই বাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. দুজনই আমার অপছন্দের মানুষ। একজন গিয়েছে আরেকজনের সময় হলো বলে।

  3. ব্যাপারটি জানতাম না, আপনার পোস্টে প্রথম জানলাম। যাক বাবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

  4.  মানুষ তার কর্ম অনুসারে ফল ভোগ করবে। ভালো কাজ করলে ভালো ফল এবং খারাপ কাজের জন্যে খারাপ ফল পাবে। কর্মানুসারে মানুষ অল্প আয়ু, দীর্ঘ আয়ু, জটিল ব্যাধিগ্রস্ত, নীরোগ, বিশ্রী-সুশ্রী, সুখী-দুঃখী, উঁচু-নিচু, জ্ঞান-মূর্খতা ইত্যাদি প্রাপ্ত হয়। মানুষ কর্মের অধীন।

    1. অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif দাদা।

      আমি লম্বা স্লিম সুশ্রী।। আগের জন্মে অনেক ভালো কাজ করেছিলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।