রান-এওয়ে ট্রেন

সবুজ চশমা আর ভিজিটিং কার্ড পাশাপাশি
জড়ুলের এক অক্ষর নীচে বাদামী ভাঁজ
গোছানো গোঁফ মেয়েলী হাতের লেখা যেন
ছন্দ-ছাঁদে ভারী ডায়ালের হাতঘড়ি
কতটা বিভ্রম তৈরী করতে পারে আকাশ নীড়ে?
এবার তোমার ল্যান্ড করবার সময়, —

ঝুঁকির আরো নীচে পাইলটের সাথে সহাবস্থান
ককপিটের মাঝ বরাবর জানালা
বাইরে, তারো নীচে জমে থাকা শ্বেতশুভ্র বরফ পাহাড়
তারপর—রূপোলী ভোর ধীরে ধীরে সোনালী হচ্ছে
সার্কাসের মেয়েদের মতো ছোট্ট একটা বাউ
সব নীরব, সব, সব, —

ইঞ্জিনের গোঙ্গানী আস্তে আস্তে হয়ে উঠছে ঝিঁ ঝিঁ’র ডাক
কেউ লেখেনি অস্ত যাওয়া ভুল গন্তব্যের ঠিকানা
অস্ত্রের মতো নিরাপদ সখ্যতা গড়েছে বর্তমান বিভক্তি
এখান থেকে দেখা যাবে না স্রোতশীলা ঝর্ণা-নদী
একজন পাইলট তৈরী করেছে অপ্রস্তুত রানওয়ের ভ্রম
একবার নীচে নামলে আরো নীচে নেমে যায় সকল সূবর্ণরেখা।

22 thoughts on “রান-এওয়ে ট্রেন

  1. “এখান থেকে দেখা যাবে না স্রোতশীলা ঝর্ণা-নদী
    একজন পাইলট তৈরী করেছে অপ্রস্তুত রানওয়ের ভ্রম
    একবার নীচে নামলে আরো নীচে নেমে যায় সকল সূবর্ণরেখা।”

    পূর্ণ তৃপ্তি এবং সার্থক কবিতার স্বরূপ। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. ”একজন পাইলট তৈরী করেছে অপ্রস্তুত রানওয়ের ভ্রম
    একবার নীচে নামলে আরো নীচে নেমে যায় সকল সূবর্ণরেখা।”https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifঅনেক সুন্দর করে লিখেছেন
    শুভ কামনা থাকলো।

  3. "এখান থেকে দেখা যাবে না স্রোতশীলা ঝর্ণা-নদী
    একজন পাইলট তৈরী করেছে অপ্রস্তুত রানওয়ের ভ্রম
    একবার নীচে নামলে আরো নীচে নেমে যায় সকল সূবর্ণরেখা।"

     

    গভীর ভাবনা। চমৎকার।  

  4. রূপোলী ভোর ধীরে ধীরে সোনালী হচ্ছে
    সার্কাসের মেয়েদের মতো ছোট্ট একটা বাউ
    সব নীরব, সব, সব।

    মুগ্ধতা কবি আপা। 

  5. তারো নীচে জমে থাকা শ্বেতশুভ্র বরফ পাহাড়
    তারপর—রূপোলী ভোর ধীরে ধীরে সোনালী হচ্ছে
    সার্কাসের মেয়েদের মতো ছোট্ট একটা বাউ
    সব নীরব, সব, সব, —

     

    * অসাধারণ…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।