তোমার সাথে আমার আর দেখা হবে না
হবেনা মানে হবেইনা
তুমি ডান দিকের দরজা খুলে বাঁদিকে ঢুকবে
আকুলি বিকুলি করবে
কি কি ভুল হয়েছিল মনে করবার চেষ্টা করবে
তোমার সব মনযোগ জুড়ে থাকব আমি
আমার অবশ্য খুব একটা ক্ষতি হয়নি
তুমি অবিবেচকের মতো চলে গিয়েছিলে, এই তো
এটা আর এমন কি ক্ষতি বলো!
আস্তে আস্তে তোমার মনে পড়তে থাকবে
ওই দিনটার কথা
যেদিন আমাকে বাজে কথা বলেছিলে
সবিতা নামের মেয়েটার কথা গোপন করেছিলে
আর আমাকে বিশ্রীভাবে একঘেঁয়ে বলেছিলে
তোমার সব মনে পড়তে থাকবে।
আমি যেহেতু সব ভুলে গেছি
আমি যেহেতু তোমাকেও ভুলে গেছি
আমার খুব একটা মন খারাপ হবে না।
তুমি দরজা খুলে আলো দেখাবার ছলে আমাকে
দেখতে চাইবে
তুমি সেতারের বাজনাটুকু নতুন করে শোনাবে
আর আমরা দুজনেই সুরে মগ্ন হতে হতে ভাববো
ভাগ্যিস আমাদের কখনো বিচ্ছেদ হয়নি
তাই তোমার সাথে আমার আর দেখা হবেনা
হবে না মানে হবেইনা।
“আমি যেহেতু সব ভুলে গেছি
আমি যেহেতু তোমাকেও ভুলে গেছি
আমার খুব একটা মন খারাপ হবে না।”
___ সেটাই ভালো। বাস্তবতা সঠিক হলে ভুলে যান প্রিয় কবিবন্ধু তুবা।
ভুলেই যায় মানুষ। শোক বেশীদিন সইতে পারেনা কেউই।
সবকিছু ভুলে যাওয়া যায়না .. তবুও আমরা ভুলতে চেষ্টা করি .. ভীষণ ভালো লিখেছেন ..
সত্যিই তাই। অনেক ধন্যবাদ।
তুবা, দারুণ আবেগ সুন্দর রুপে প্রকাশ হয়েছে।
অসংখ্য ধন্যবাদ।