আমি বড়ই সামান্য একজন
আঙ্গুলে যে হীরে দেখছ ওটা নকল
ব্রেসলেটের রুবির মতন—
আমার হৃদয় এক ছায়াপথ
ঢুকে যাচ্ছে এখানে যাবতীয় রঞ্জক
আমার মাথায় অদৃশ্য মুকুট, তুমি তা দেখোনি।
বিশ্বের সবচেয়ে গরীব দেশের,
গরীব ঘরে; আমি বেড়েছি নিতান্তই আগাছা
চায়ের পেয়ালায় প্রথম চুমুক আর সংবাদপত্রের মেলবন্ধনে
আমার ছবিটা ঠিকঠাক তুমি দেখতে পাবে
গোলাপী রঙের সাথে জলপাইয়ের মিশেল
তোমারও আমি হতে ইচ্ছে জাগতেই পারে।
হোক নকল তবু অলংকারে ঠাসা বুনোট
তোমার লোভ জাগাবে না কেন?
আমি চাইলেই মেঘ ভেঙে বিস্কুট খেতে পারি
স্বাধীন মন ছাড়া আর আড়ম্বর নেই আমার
আমি সাধারন, খুবই সামান্য কেউ
দেখো, যথার্থ পাখির দেখা তুমি এদ্দিনে পেলে।
স্বাধীন মন ছাড়া আর আড়ম্বর নেই আমার
আমি সাধারন, খুবই সামান্য কেউ
দেখো, যথার্থ পাখির দেখা তুমি এদ্দিনে পেলে।
___ অসাধারণ স্বগোক্তি। লিখায় নিজেকে এমন তুলে ধরাও বিশেষ একটি গুণ বটে।
বিশ্বের সবচেয়ে গরীব দেশের,
গরীব ঘরে; আমি বেড়েছি নিতান্তই আগাছা
চায়ের পেয়ালায় প্রথম চুমুক আর সংবাদপত্রের মেলবন্ধনে
আমার ছবিটা ঠিকঠাক তুমি দেখতে পাবে
গোলাপী রঙের সাথে জলপাইয়ের মিশেল
তোমারও আমি হতে ইচ্ছে জাগতেই পারে।
শুভ সন্ধ্যা প্রিয়
ভালো আছেন আশা করি।
আমি চাইলেই মেঘ ভেঙে বিস্কুট খেতে পারি
স্বাধীন মন ছাড়া আর আড়ম্বর নেই আমার
আমি সাধারন, খুবই সামান্য কেউ
দেখো, যথার্থ পাখির দেখা তুমি এদ্দিনে পেলে।
* অসারণ ভাব কল্পনা, শব্দ শৈলী সবই যুৎসই হয়েছে।
ভালো থাকুন কবি।
বিশ্বের সবচেয়ে গরীব দেশের,
গরীব ঘরে; আমি বেড়েছি নিতান্তই আগাছা
চায়ের পেয়ালায় প্রথম চুমুক আর সংবাদপত্রের মেলবন্ধনে
আমার ছবিটা ঠিকঠাক তুমি দেখতে পাবে
গোলাপী রঙের সাথে জলপাইয়ের মিশেল
তোমারও আমি হতে ইচ্ছে জাগতেই পারে।’
অনন্য তুবা। দোয়া র’লো অশেষ।