কেউ একা নয়
অনেক রাতে বাড়ী ফিরতে ফিরতে পকেটে সিগারেট খোঁজা
খুচরো পয়সাগুলো হাতের মুঠোয় উঠে আসে
এমন কি আস্ত একটা প্রজাপতি দেশলাই
বন্ধ দোকানপাট পিপাসা মেটাতে অক্ষম।
এ এমন এক রাত যা ভেদ করেই চলে পথচারী পারাপার
অন্ধকারে উবু হয়ে থাকা ছালার ভেতর মানুষ কাঠামো
জ্বলজ্বলে চোখগুলো শেয়ালের আকৃতি
এমন রাতও কেমন পানসে হয়ে যায়।
ফিরে আসবার আগে আলোর অগভীর ছায়া নিয়ে
বেরিয়ে আসা নিরঙ্কুশ আঁধার থেকে
ধুসরিত কণ্ঠ নির্গত বাষ্প মনকে বিষণ্ন করেছে
সে বলে দিয়েছে, সবাই একা।
কণিকা তুমি আলো ঢালো নয় পথ ছাড়ো
রাতের রাস্তা যতই নীরব হোক, একা নয় কক্ষনো।
“কণিকা তুমি আলো ঢালো নয় পথ ছাড়ো …
রাতের রাস্তা যতই নীরব হোক, একা নয় কক্ষনো।”
আপনার লিখা সমগ্রকে আমি বিশেষ সম্মানের সাথে গ্রহণ করি। শুভেচ্ছা কবি।
অন্ধকারে উবু হয়ে থাকা ছালার ভেতর মানুষ কাঠামো
জ্বলজ্বলে চোখগুলো শেয়ালের আকৃতি
এমন রাতও কেমন পানসে হয়ে যায়।
*অসাধারণ এক তৃষ্ণার্ত রাতচিত্র এঁকেছেন কবি। শুভেচ্ছা রইলো ।