বয়সের দোষ

বয়সের দোষ
—-
ছোট বেলায় দোষ করলে মাছুম শিশু বলে
দোষ কেটে যেত

তরুন বয়সের দোষগুলো কেটে যেত
বয়স দোষ –এই হিসেবে

এখন মধ্য বয়সে কোন ভাবেই দোষ কাটাছে না
উল্লেখ্য দোষ করা আমার স্বভাব
আমি অন্যদের মত নয়

সেদিন চাকরির ভাইভাই হাফ শার্ট পরে গিয়েছিলাম
আমাকে এই অপরাধে ভাইভা থেকে
বের করে দেওয়া হল

মোটরসাইকেলে ড্রাইভিং লাইসেন্স নেই বলে
দিতে হল জরিমানা

মানে এই বয়সটা নিয়ে আমার খুব গা জ্বালা করছে
কোন ভাবেই দোষ কাটাতে পারছি না
দোষ করাও বন্ধ হচ্ছে না
ফলে মাশুল দিতে দিতে শেষ হয়ে যাচ্ছি।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “বয়সের দোষ

  1. এমন নানান ঘটন অঘটনের সমষ্টিই হচ্ছে বাস্তবতা আর আমাদের যাপিত জীবন। :)

  2. এ দোষ আর কাটাবার নয় কবি । এমন সব সুন্দর কবিতা লিখুন আর ভালো থাকুন ভক্তদের শুভেচ্ছায় ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।