সাদা ছড়ি
তোমার ভেতরে কোনো ভাল মানুষ দেখি না
তুমি অপরের গাছে জল দাও
নিজেকে ঢেকে রাখো সীমাহীন অন্ধকারে
কাছে গেলে তোমার ক্লিষ্ট হাসি দেখি
নিজের জীবন অপরের জন্যে বাজী ধরা কি ভাল লোকের কাজ?
তুমি নিজেকে যতই লুকোও তোমাকে তবু দেখে ফেলি
কত পরাজয়ের চিহ্ন তোমার চোখেমুখে
কত সংলাপ তোমার ভেতরে
সব দেখি, দেখি তোমার লজ্জিত মুখ
আমার কিনতু কোনো লাজ নেই জীবন নিয়ে।
আমাদের সাজানো ঘরদোরে তোমার কি অধিকার?
নিশ্চিত যেভাবে নিজেকে ঢেলেছ অন্যের দায়ে
আজ তোমার শতচ্ছিন্ন, পোড়া শরীর ভরা ব্যধি
তুমি চলে যাচ্ছ অন্য কোনো জীবনে
তোমার কোনো ক্ষোভ নেই, চোখে মুখে আনন্দিত হাসি।
তোমাকে ভাল বললে নিজেকে নিয়ে দ্বিধায় পড়ি
তোমাকে মন্দ বলেই নিজেকে তৃপ্ত রাখি চিরদিন।
“নিজের জীবন অপরের জন্যে বাজী ধরা কি ভাল লোকের কাজ ?”
*না, মোটেও না ! আর তাইতো –
“তোমাকে ভাল বললে নিজেকে নিয়ে দ্বিধায় পড়ি
তোমাকে মন্দ বলেই নিজেকে তৃপ্ত রাখি চিরদিন।”
*শুভ কামনা কবি !
অনবদ্য এবং সুন্দর লিখা।
অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা।
সুন্দর হয়েছে।