ছায়াসঙ্গ
পাশাপাশি ছায়াটাও হাঁটছিল
জিজ্ঞেস করলাম, কোথায় যাবে?
জানিয়েছে, একই পথে যাত্রা আমাদের; একই গন্তব্য
স্ট্রীট ল্যাম্পগুলো তখনো অলস।
কিছুটা যেতেই অরণ্য, সেখানে সাধুর ডেরা
গাঁজার কল্কিতে ভীষন তোড়জোর
আগুনের একটা সরু রেখায়
দেখলাম, সেও বসে আছে পাশে।
পকেট খুঁড়ে রূপোলী পয়সা
বের করবার আগেই ছায়া চেপে ধরেছে হাত
বললো, নিজেকে কতটুকু চেনো তুমি?
এই শ্যামলিমা আঁধার আসলেই কি তোমার?
ফিরে আসছি অথবা সে-ই আমাকে নিয়ে যাচ্ছে
আবারো স্ট্রীট ল্যাম্পের নিবু নিবু আলো
জোর বাতাস বইছে; এমন কি ছায়াও জানেনা
তবু নিঃশ্বাস নিতে আমার কত কষ্ট!
Nice poem
চমৎকার একটি লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা।
কেমন একটা প্যারানরমাল আবহ ! অসাধারন কবি !