কতটুকু চাও তুমি? কতটুকু পেয়েছ তুমি আর?
না চায়লেও দিতে পারি আরো অনেক বেশি।
বুকের ব্যপ্তি দেখে হৃদয়ের বিশালতা নির্ণয়ের
এমন ধৃষ্টতা দেখিও না, প্রিয় মৃত্তিকাপাখি।
আকাশের বিশালতা মাপতে হলে
তোমাকেও উঠতে হবে অনেক উপরে-
উঠতে হবে চিল ওড়া আকাশে।
প্রিয় মৃত্তিকাপাখি, মাটিতে দাঁড়িয়ে যে আকাশকে
তুমি পাও সে বড় খণ্ডিত আকাশ;
চিল ছাড়া কোনো পাখি জানে না আকাশসমগ্র,
দিগন্তে না মেলালে পাখি বোঝে না আকাশের গান।
–
এসো, এসো হে প্রিয় মৃত্তিকাপাখি, আমরা
দিবানিশি রচি শ্রী আকাশকীর্তন।
এসো, এসো হে ডানাহীনপাখি, আমরা
রাধার মতো জপি প্রিয় আকাশ নাম।
2 thoughts on “শ্রী অাকাশকৃর্তন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
”বুকের ব্যপ্তি দেখে হৃদয়ের বিশালতা নির্ণয়ের
এমন ধৃষ্টতা দেখিও না, প্রিয় মৃত্তিকাপাখি।”
সুন্দর কবিতা। অভিনন্দন মি. প্রবাল মালো।
প্রিয় মৃত্তিকাপাখি, মাটিতে দাঁড়িয়ে যে আকাশকে
তুমি পাও সে বড় খণ্ডিত আকাশ;
//অসাধারন বলেছেন কবি !