মিঠা বোল

মিঠা বোল

যে ছেলেটা বেহালার ছড়ড়ায় করুণ সুর বাঁধে
তার নাম জানতে চেও না
সে থাকে আঁধারের হুডিগুণ্ঠনে
সে শুধু গান তোলে কান্নার সুরকীর্তনে।

এই ছেলে মায়ায় মায়া
এ বড় অধরা, অবনত মাথার ঝাঁকুনি শুধুই
সে বুঝবে না হারিয়ে যাওয়ার মিথ
ডুবে যাওয়া সূর্যের ফের ফিরে আসবার আকুলতা।

ছেলেটি সুরে সুরে রোদন
কড়ে আঙ্গুল গোণা তবলার বোল
পিয়ানোর সপ্তম রীডে ব্যাকুল হারমোনিকস
এর ভেতরেই সাত সুরে বেজে ওঠে ভায়োলিনের চার তার।

2 thoughts on “মিঠা বোল

  1. আপনার অনুপস্থিতেই আপনার কবিতার মিঠা স্বাদের প্রসংশা করে গেলাম বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।