অপেক্ষার একটি চিঠি

অপেক্ষার একটি চিঠি

চিঠিটা পেয়েছিলাম যেন কোন স্বপ্নলোক থেকে
প্রাপক কে, প্রেরক কোথায় খুঁজে দেখিনি
বিশ্বাস আমায় মগ্ন রাখে, যেন কাগজটা আমারই
এখনো বৃষ্টিভেজা অলস প্রহরে বারবার পড়ি—

“রাজেশ্বরী

প্রিয়তমা, তুমি আমার হৃদয়ে চিরন্তন রূপকথার গল্পমালা
এখনো কি জানালায় শিশির জমাও?
অপেক্ষায় ক্লান্ত না হয়ে অভিমানী শক্তিতে ফেটে পড়ো?
আজ জারুল গাছের নীচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছি
দূরে ঝাপসা মাঠে বৃষ্টিভেজা নারী শিশু
ওদের মাঝে তুমিও যেন মিলেমিশে এক হয়ে ছিলে
তুমি আবার ছাদের আলসেতে দাঁড়িয়ে ভেজোনি তো!
তোমার চোখের তারায় যে ভ্রমর এসেছি রেখে, যত্নে রেখো।
এখানের গ্রামগুলো এত সবুজ, তোমার চুলের মতো
সরু নদীটি বয়ে যায় বুঝি তোমার মিহি অনামিকা
আকাশের তারাগুলো যেন তোমার চোখের পাতায় ভাসছে
কেউ নেই এখানে, যে তোমার মতো করে বৃষ্টি ভালবাসে
তোমার মতো করে এই অর্বাচীন মানুষটিকে ভালবাসে
পরের বর্ষায় আমি ঠিক ঠিক বাড়ী ফিরে যাব
প্রিয়তমা, প্রিয় প্রেম আমার, অপেক্ষায় থেকো।

তোমার যুবরাজ“

কতকাল থেকেছি এমনিতর একটি চিঠির অপেক্ষায়
সব চলে যায় ভুল ঠিকানায়, ভুল মানুষের হাতে
এভাবেই প্রিয় মানুষের চিঠি অন্য নারীর হৃদয়ে বৃষ্টি হয়ে ঝরে।

24 thoughts on “অপেক্ষার একটি চিঠি

  1. অসাধারণ এই অপেক্ষার চিঠি। অদ্ভুত সব অনুভব। … শুভেচ্ছা কবিবন্ধু তুবা।

  2. অসাধারণ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী ভাই। :)

  3. বেশ নতুনত্ব পেলাম কবি আপু

    অনেক শুভেচ্ছা নিবেন————-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. খুশি হলাম আলমগীর সরকার ভাই। :)

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। :)

  4. আগুনে পোড়ার যন্ত্রণা বা আঘাত পাওয়া কনুইয়ের হাড়ের ব্যাথা একসময় সহ্য হয়ে যায়। কিন্তু দারিদ্রের যন্ত্রণার মত, অপেক্ষার যন্ত্রণা প্রতিদিন সকালে নতুন করে শুরু হয়। জানালা দিয়ে উদার তাকিয়ে থাকা, টিভি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে যাওয়া। প্রতিনিয়ত ভাবা কি ভুল ছিল?  কেন এমন হলো? আমার সাথেই কেন হলো?  ভাবনাগুলো দিনদিন তীব্রতর হতে থাকে যখন, নিরুপায় হয়ে একটা টেনিল (ব্রোমাজিপাম) বড়ি খেলে দুইএকদিন একটু পিছু ছাড়ে, তারপর আবার আবার। একদিন অপেক্ষার প্রহর শেষ হয় কিন্তু দুর্ভাগারা কখনো কখনো কোন কোন ভাবের ভুল ব্যাখ্যা বুঝে "মোশারফ করিমের মত, আবেগের বৃষ্টিতে ভিজে।" এরপর শুরু হয় আরো তীব্রতর অপেক্ষা।

     

    এটা সন্ন্যাসিনীর একটা প্রাগৈতিহাসিক কবিতা। কাঠের ঘোড়া ও পুতুল, এ ফ্রস্টি নাইট, ভিরু এমনের কলির মত, এটারো আবৃত্তি শুনেছিলাম ইউটিউবে। বোঝা যায় তিনি মনেপ্রাণে একজন কবি সাহিত্যিক, সাহিত্যপ্রচারকও। শুনেছি,  একসময় গাইতেন, ইচ্ছা ছিল খুব ভালো কণ্ঠশিল্পী হবেন। কবিতা বা লেখালেখি টাও খুব গুরুত্বদেন বোঝা যায়। আজ আমার মন বলে উঠলো, সন্ন্যাসিনী যদি নিয়মিত আবৃত্তি করতেন?  এই কবিতার আবৃত্তিটায় তাঁর সহশিল্পীর উচ্চারণ ও অন্যান্য বিষয়গুলো খুব দূর্বল গেলেছিল। যেন ইংলিশমিডিয়ামে পড়া ছেলেদের বাংলিশ উচ্চারণ। জায়গা মত আবেগেও ছিল অনেক দূর্বলতা। ইদানীং ইউটিউবে অনেক কবিতা আবৃত্তি শুনি, যেন ক্লাস ফাইভের ছাত্রের রিডিং পড়া। তবে সন্ন্যাসিনীর বিশুদ্ধ উচ্চারণ এবং প্রতিটা শব্দে নিখুঁত আবেগে আবৃত্তি সুস্পষ্ট ভাবেই ছিল চোখে পড়ার মত। অন্ধকারে যেমন চোখে পড়ে জোনাকিপোকা বা টর্চের আলো।

    দাবী একটাই, সব কবিতা আবৃত্তি করে ইউটিউবে আপলোড করবেন। নাহলে চলবে অনশন, অবরোধ এরপর অসহযোগ আন্দোলন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কমেন্ট এ দুইটা বানান ভুল হয়েছে কিন্তু এখানে কিভাবে এডিট করতে হয়, অপশন দেখতে পাচ্ছি না

    2. অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অভিনব সুন্দর মন্তব্যের জন্য। আপনি যথেষ্ঠ জ্ঞান রাখেন সহজেই বোঝা যায়। ভালো মানের পাঠকও আপনি। আপনার প্রতি কুতজ্ঞতা। ইউটিউবের ব্যাপারটা ভেবে দেখা যাবে। ভালো থাকুন। প্রাণ থেকে এই প্রত্যাশা রাখি। :)

      1. অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী আপা। মুহাহাহাহা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gifkiss

  5. ভীষণ ভীষণ ভালো লাগলো অপেক্ষার চিঠিটি 

  6. অনেক ভালো লাগাময় একটি লেখা, শুভেচছা রইলো কবি

    1. শুভেচ্ছা আপনার জন্যও আদেল পারভেজ ভাই। :)

  7. রাজসিক !  
    এই চিঠি খাম খুলে পরে ফেললেইতো স্বর্গ সুখ নেমে আসবে ধরায়, পূর্ণিমা জ্যোৎস্না বাশ বাগানের মাথার ওপর থেকে ঠিক জানালার ধারে । অধরা স্বপ্নের সমাপ্তি এই চিঠি হাতে পেয়ে পড়লেই। তার চেয়ে একটা জন্ম এমন স্বপ্ন চিঠির অপেক্ষায় থেকে কাটিয়ে দেওয়াই ঠিক হবে কি না সেটা নিয়েইতো দ্বন্দে পড়লাম ।  শাকিলা তুবা আপা হ্যাটস অফ শুভেচ্ছা কবিতায় ।

    1. অসাধারণ আপনার মন্তব্য খন্দকার ইসলাম ভাই। :)

  8. আপনার লেখা কবিতা পড়ে একটি চিঠি লিখতে মন চাচ্ছে দিদি। কিন্তু চিঠি লেখার অভ্যাস আমার খুবই কম! তাই আর হচ্ছে লেখা। তবু আপনার লেখা কবিতা পড়ে নিজের মনের স্বাদ মেটাই।

    ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদি।

    1. চিঠি লিখে ফেলুন কবি নিতাই দা। মনে হচ্ছে ভালোই হবে। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।