বৃষ্টি কাব্য – ৭ ও ৮

বৃষ্টি কাব্য –৭
-লক্ষ্মণ ভাণ্ডারী

রিম ঝিম বৃষ্টি ঝরে
দূরে আকাশ হতে,
মাঠ ঘাট জলে ভরে
জল জমেছে পথে।

অজয়ের খেয়াঘাটে
কেউ কোথাও নাই,
ঝর ঝর ঝরে জল
চলে কৃষক ভাই।

কালোমেঘে গগনেতে
বজ্র হুঙ্কার ছাড়ে,
চারদিক ছায় মেঘে
ঝড়ের বেগ বাড়ে।

খেত মাঠে জল জমে
জল জমে রাস্তায়,
সারি সারি লোক চলে
কেউ ছাতা মাথায়।

ঝম ঝমা ঝম জোরে
বৃষ্টি যখন নামে,
বাতায়নে দেখি চেয়ে
ঝড় বাদল থামে।

বৃষ্টি কাব্য –৮
-লক্ষ্মণ ভাণ্ডারী

কালি মাখা মেঘে ঢাকা গগন মণ্ডল,
গুরু গুরু ডাক ছাড়ে সদা অবিরল।
বরষার কালোমেঘ আকাশেতে ভাসে,
চারিদিক অন্ধকার কালো হয়ে আসে।

অম্বরে অম্বরে ভাসে ঘন কালো মেঘ,
ধীরেধীরে যায় বেড়ে বাতাসের বেগ।
ঘন ঘন কালো মেঘ ঘন ডাক ছাড়ে,
বৃষ্টি নামে দূর গ্রামে অজয়ের পারে।

সারাদিন জল ঝরে পথে জমে জল,
থেমে গেছে বিহগের কল কোলাহল।
নীড়হারা পাখি সব ভিজে তরুশাখে,
রাঙাপথে রাঙী গাই বাছুরীরে ডাকে।

বরষায় নদী মাঠ খেত যায় ভরে,
সারাদিন অবিরাম বারিধারা ঝরে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

15 thoughts on “বৃষ্টি কাব্য – ৭ ও ৮

  1. কাব্যপাঠে বেশ প্রেরণা পেলাম কবি দা

    অনেক শুভেচ্ছা নিবেন————https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
      সাথে থাকুন। আশা রাখি।
      জয়গুরু!

  2. দুটি পদ্যই সুন্দর হয়েছে কবি ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. বৃষ্টিভেজা মিষ্টি ও সুমধুর মন্তব্য পাঠে হৃদয় সিক্ত হলো।
      আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রিয়কবিকে।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    1. বৃষ্টিভেজা মিষ্টি ও সুমধুর মন্তব্য পাঠে হৃদয় সিক্ত হলো।
      আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রিয়কবিকে।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    1. বৃষ্টিভেজা মিষ্টি ও সুমধুর মন্তব্য পাঠে হৃদয় সিক্ত হলো।
      আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রিয়কবিকে।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

  3. বিশেষ উপহারের জন্য আপনাকে ধন্যবাদ মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার সুমধুর মন্তব্য পাঠে হৃদয় সিক্ত হলো।  
      আন্তরিক কৃতজ্ঞতা বিনয়ের সঙ্গে প্রকাশ করি।
      সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

  4. ভাণ্ডারী দাদা,

    চমৎকার, আপনার কবিতা পরে আমি সত্যিই অনুভব করলাম। এক প্যারায় মনে হলো ঝমঝম বৃষ্টিতে নদীর ধারে ভিজছি। কোন প্যাড়ায় অনুভব করলাম, খালি পায়ে মাটির রাস্তায় কাদার ভিতর পায়ের পাতা ডুবে যাওয়ার অনুভূতি। কখনো বৃষ্টির সাথে ঠান্ডা বাতাসে শীত শীত অনুভব এবং মৃদু কাঁপুনি। কখনো ঘনকালো মেঘের ভেসে থাকা, সবুজ মাঠের উপরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. বৃষ্টিভেজা মিষ্টি ও সুমধুর মন্তব্য পাঠে হৃদয় সিক্ত হলো।
      আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রিয়কবিকে।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    2. পাতায় সুস্বাগতম প্রিয় কবিপ্রতীম। কাব্য পাঠে আপনার অনুভূতি আমার
      প্রেরণা ও চলার পথে পাথেয় হোক প্রিয়কবি। অভিনন্দন জানাই।
      সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    1. বৃষ্টিভেজা মিষ্টি ও সুমধুর মন্তব্য পাঠে হৃদয় সিক্ত হলো।
      আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রিয়কবিকে।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।