আজকের দিনে মা যে আমার

আজকের দিনে মা যে আমার

আজকের দিনে মা যে আমার
হারিয়ে গেল কোন সুদূরে?
বাতাস তোরা জানিস নাকি?
সব খানে যে তাঁরেই খুঁজি
আকাশ কি তোর শুন্য নীলে?
আমার মাকে লুকিয়ে নিলি
দিগন্তের ঐ কোন সে দূরে?
মা যে আমার রইল পরে।
সাঁঝের মায়া ঐ সন্ধ্যা তারা
মা কি আমার তারার মায়া?
সেই মায়াতেই মা কি আমার?
জনমের মতো হারিয়ে গেল।

রাতের মায়া লক্ষ তারা মিটি মিটি জ্বলে
ঘুম পারানি গানের মায়া শৈশব টেনে আনে।

নন্দ তোমার নদের চাঁদ

সিন্ধু পাড়ের অতল তলে,
আর পাবনা খুঁজে তারে
সাগর জলে গহিন তলে, নিত্য খুঁজি স্বপ্নঘোরে।
বিরহ ব্যথায় কষ্ট হলে,
ঠোঁট কয় যে, ওমা বলে
শান্তি কোথাও না পাই যখন, মা তোমায় মনে পরে।
মা তোমার কত স্মৃতি?
শৈশব কৈশর জীবন বোধি
বয়ে বেড়াই অষ্ট প্রহর, নন্দ তোমার নদের চাঁদ।

কোলাহলে মেঘ ভেসে যায়
বাতাস বনে চুপি চুপি দেখলে চেয়ে একটুখানি
সন্তান তোমার কেমন আছে? পৃথিবী নামের আজব ভূমে।

মা যে তোমায় মনে পড়ে

উবু হয়ে, চিৎ হয়ে, রইছি শুধু ঘুমে ঘুমে। মায়ের দুধের বাটটি চেঁপে শৈশব কাটে হেসে হেসে। মায়ের বুকে বসে কত হাসি? কাতু কুতু খুনসুঁটি, সে তো ইশারাতে। হাসতে হাসতে মায়ের আদর সোনা মুখে হাজার হাজার। কইতে কথা একটু একটু? পা টলে যায় হাঁটতে বলা। মা বলে উঠলে ডেকে, আদর সোনার যায় যে বেড়ে। আঁচল টেনে বায়না কবে? মা যে তোমায় মনে পড়ে।

১৪২৪/১৯ পৌষ/শীতকাল।

4 thoughts on “আজকের দিনে মা যে আমার

মন্তব্য প্রধান বন্ধ আছে।