সমমেরু

সমমেরু

চোখের দূরবীন উলটে ধরলেই তুমি দূরে সরে যাও
দূরে চলে যায় মনের বাগানে ফোটা পূর্ণিমার ফুল
ফি বছর ফলন হয় এখানে
চারা থেকে মহীরুহ পর্যন্ত বিস্তৃত
পরানের বাউল পাখিটা বিমানের পাখা খামচে ধরে
দূরে যেতে যেতে তুমি পথ হারিয়েছ ফিরবার।
সমক্ষ আর পরোক্ষ দুইয়ের মাঝামাঝি ভাসে যে ফড়িং
তার মতো করে তোমার ভেতরেও জাগে কম্পন
নির্মোহ এক সবুজ বিকেলের ঝাউবন ফুঁড়ে
তোমার অতিলৌকিক ডান হাত
ক্রমাগত ইশারায় ডাকতে ডাকতে মাঝপথে ফড়িং হয়
অমনি আমিও ছুটে যেতে থাকি অসীম শূন্যতার দিকে।
তোমার এই শূন্যে মিলিয়ে যাওয়াটাও দারুন মৌলিক
এমনটাই যেন কথা ছিল প্রথম থেকে
আমরা কেবল লিখে রাখছি দূরত্ব বিষয়ক এক প্রবন্ধ
যেখানে তুমি দূরে গিয়েও আর ফিরতে পারোনি
আমি মগ্ন ত্রিমাত্রিক এই ফাঁদ থেকে উত্তরণের চেষ্টায়—
কিছু কিছু যৌগিক ভাঙ্গতে গেলেই অনুভুতির অপভ্রংশ তৈরী হয়।

4 thoughts on “সমমেরু

  1. 'কিছু কিছু যৌগিক ভাঙ্গতে গেলেই অনুভুতির অপভ্রংশ তৈরী হয়।' মূল্যবান একটি কথা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সমক্ষ আর পরোক্ষ – এর সমমেরু চিত্র দারুণ ভাবে ফুটে উঠেছে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।