নিয়ম- নিপাত্তা

নিয়ম- নিপাত্তা

চলে যার যাবার, সে নিয়ম- নিপাত্তা।
আমারো নিযুক্তি ছিল পড়ে ফেলা ওকে,
স্বপ্ন কিছু,অনেকটা তিতিক্ষায় ঢেকে
চেষ্টা ছিল দুর্নিবার, উধাও ভনিতা।

গন্তব্যে বিচ্ছেদ পুঁতে মাদারির খেল্
দুনিয়ার তীব্রতম ধোঁকা : ভালবাসা।
প্রাণকাঠি কুটিপাটি অযথায় ঠাসা
বিনারক্তে কাটাকুটি বুকেতে অঢেল।

ভাঁড়ারে ঢালেনি কিছু, এক শুধু জল,
কাদম্বিনী – প্রমাণ তবে দি’ কি প্রকারে?
মনই ছিলনা,শুধু ইঙ্গিত – আকারে
শব্দহীন চন্ডরাগ, উপেক্ষা অতল।

তা সত্বেও ফুটো চাল সারেনা ঘরামি
মূর্খ আজো মনে করে, তুমি খু – বি দামি।

————————————————-

10 thoughts on “নিয়ম- নিপাত্তা

    1. মাদারির খেল – mādārira khēla বি. ভেলকি বা ওই জাতীয় খেলা [দেশি]।

    2. দাউদুল ইসলাম সাহেব অর্থটি মুরুব্বি একেবারেই যথার্থ বলেছেন । জীবিকার জন্য নামমাত্র খুচরো পয়সার বিনিময়ে মাঠে ঘাটে অতি কষ্টকর ও দর্শনীয় যাদুখেলা দেখা দেখিয়েও যাঁরা নুন্যতম শিল্পীর স্বীকৃতি পাননা,তাঁরাই মাদারী। মাদারপীরের নাম নিয়ে ব্যালেন্সের খেলা দেখান তাঁরা । সম্ভবতঃ সে কারনেই এমন নাম।

      অশেষ ধন্যবাদ বন্ধু মুরুব্বি ।

  1. ছন্দ বোধের লিখা আমার কাছে সব সময়ই প্রিয়। :) অভিনন্দন প্রিয় বন্ধু। সুন্দর লিখা।

  2. "দুনিয়ার তীব্রতম ধোঁকাঃ ভালবাসা"   – বাহ! চমৎকার বলেছেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. লেখায় স্পষ্ট যত্নের ছাপ লক্ষণ করলাম দিদি ভাই। যেমন যত্ন আগের লেখাতেও দেখেছি। নমষ্কার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।