চিহ্নহারা

চিহ্নহারা

উন্মোচিত হবার পর সমুদ্র থেকে
উঠে এল লবনের ঝাঁঝ
মাছের নিবিড় সম্মন্ধ
চোখের পাপড়ি থেকেও কাছে
সবুজ তরঙ্গের লোনা ঘ্রাণ।
অদূরে বালির বুকে ঘর বাঁধা
শিশুদের শ্রমক্লান্ত মুখ,
মুখ থেকে হাতে মাখামাখি বালিঘর
টেনে নিয়ে যাচ্ছে নুড়ির ঢেউ
সুদূরের আরো কাছে।
বেলাভূমি থেকে সরে গেলে জল
শুকনো যেন বুক তার তবুও ইষৎ ভেজা।

2 thoughts on “চিহ্নহারা

  1. পছন্দের কবিতা উপহার। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কী সুন্দর করেই না লেখেন কবি দিদি ভাই। মুগ্ধতা লাগে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।