আহ্ শীত
তর্ক জমে উঠুক
ওতে নাকি মানুষের আয়ু বাড়ে
রসালো পানের মতো চুঁইয়ে পড়ুক রস
কাম রস বীর রস শৃঙ্গার রস
ভীষণ সাবধানে পা ফেলো
যন্ত্রণার পাহাড় ডিঙাতে হবে এবার।
নরম আঙুলের ডগায়
দগদগে শীতের ক্ষত ভেসে ওঠে
আমরা ক্রমশঃ তলিয়ে যাচ্ছি আলোর বিপরীতে
আহ্ শীত শীত শীত শীত……..।
.
শীতের কবিতা পড়লে প্রচণ্ড এই তাপদাহে একটু শান্তি পাই।
লেখা ভাল লাগল কবি দা।
মসৃণ আনন্দ তো শীতকালেই পাওয়া যায়।