আখ্যান
মধুর সে ভ্রমণকালে তুমি কোথায় ছিলে?
এ ভাষা তবে অন্তর্গত কিছু তথ্য,
কিছু অনৈতিক আদান-প্রদান;
মঞ্জুর করো প্রেম।
শালীন বসবার ভঙ্গী কামনায় পাল্টে দেয়া যায়
ইজি গোয়িং বলে চীৎকার না হয় করলে
বদলানো যাবে না নেশার কোকেন;
মঞ্জুর করো বাসনা।
তোমার চোখ থেকে লাফিয়ে নামা
হলদে বাঘের শীৎকার শুনে
লোভের কথাই লেখা হয়ে গেল মনে
না-মঞ্জুর করে দিলাম তোমার তৃপ্তি।
অন্যন্যা সাজের কাব্যমালা তুবা আপু
অনেক ভাল লাগল————–
সুন্দর লিখা। অভিনন্দন কবিবন্ধু তুবা। শুভ সকাল।
অনেক সুন্দর লিখা দিদিভাই।