পানির দামে জল কেনার কথা ভাবি

পানির দামে জল কেনার কথা ভাবি

একটা লাগামছাড়া সময়ের কথা বলি অনধিকার
সে এখন পিছমোড়া আঁধার বস্তাবন্দি করে ফেরি
করছে
কাবিলের উত্তরাধিকার
আমিও পৃথিবীর মতো পৃষ্ঠটানের কথা ভাবি!

এও বা কম কিসে…?
দুর্মূল্যের বাজারে পটেটোর চেয়ে কমদামে টমেটো পাওয়া যায়
আমি অনেকদিন মিষ্টি কুমড়োর ফুল দেখি না
আমি আমার অসমাপ্ত কবিতার কথা বলি!

হেলেঞ্চার মতো রাজকীয় শাক আর কি আছে?
তবুও কলমি আমাকে মাটির কথা শোনায়
প্রাণায়াম অভ্যাস করতে শেখায়…
যদিও জল আর বল আমার কাছে চির অচেনা
তবুও আমি পানির দামে জল কেনার কথা ভাবি!

একজনকে প্রায় প্রায় বলি,
অযত্ন পড়ে থাকা পাহাড়টা চোখের জলে ধুয়ে দাও
আমি সৈকতের বালুকণা হবো!!

4 thoughts on “পানির দামে জল কেনার কথা ভাবি

  1. সুন্দর লিখায় অভিনন্দন প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক কৃতজ্ঞতা জামান ভাইয়া। 

  2. শুধু সুন্দর নয়; অনেক সুন্দর একটি কবিতা পড়লাম।

    1. আন্তরিক কৃতজ্ঞতা কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।