আলো-ঝল-মল

আলো-ঝল-মল

যারা ডাকে তারা শোনেনি গোত্রহীন মুষিকের নাম
এ তো শুধু চার পায়ে খেলা নয়
দাঁতে দাঁতে কেটে দিতে পারে জীবনের প্রতিরোধ।

পিপীলিকার মধু লাগা ছয় পা
চেটে নিক না সাধক
এত ডাকাডাকি কেন তবে!

নাম নিয়ে ভনিতা আর হাঁকডাক সেই থেকে চলছে
সাধনা ছাড়াই ওরা মুষিকদল
অমৃত ভাগ মুখে নিয়ে উড়ে গেছে বাহক

এবার শুরু হবে খেলা
অনামী, বে-নামী যত জুটবে এসে
ডাকলেই কি আর মধুর ঘট উপুড় হবে সেখানে!

9 thoughts on “আলো-ঝল-মল

  1. অশান্ত ঢেউয়ের গন্ধ আছে কবিতাতে । শক্ত লেখনীর ভাষা ছেদ করে দেয় আত্না । ভালো লাগলো কবিতা 

  2. নাম নিয়ে ভনিতা আর হাঁকডাক সেই থেকে চলছে
    সাধনা ছাড়াই ওরা মুষিকদল——-চমৎকার প্রকাশ করেছেন তুবা আপু

     

  3. অনেক সুন্দর একটি কবিতা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. নাম নিয়ে ভনিতা আর হাঁকডাক সেই থেকে চলছে
    সাধনা ছাড়াই ওরা মুষিকদল
    অমৃত ভাগ মুখে নিয়ে উড়ে গেছে বাহক

     

    * আপনার লেখায় মুগ্ধ না হয়ে পারা যায়না… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. দারুণ লিখেছেন কবি। আপনাকে শুভেচ্ছা । আশা করি ভালো থাকবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।