মনের অজানা সুখগুলোর তাড়নও কষ্টের
সুখ আছে তবুও তা স্পর্শ করা যায় না
তারকা রাজ্জিকে দেখে আলোর তৃপ্তি কতটা মেটে বল?
থোকায় থোকায় জোনাক জ্বলা আলোতে
যে সুখ খুঁজেছি তাতে অন্ধকার জয়ের কতটা প্রত্যাশা থাকে বল ?
নষ্ট মন সুখকেও উদযাপন করতে পারে না !
সলতের আলোতে যার বাসর হয়
সে ও যে স্পন্দনে রাত্রি যাপন করে,
হোটেলের বেলকোণিতে উদ্যাম আনন্দ কম্পন শেষ করে
এক কাপ চা হাতে এই মাত্র দাড়ানো যুগলও
একই সুখের স্পন্দনে থাকে…
ফারাগ শুধু তারতম্যে, ফারাগ শুধু অনুভবের দোলাচলে
নতুবা পৃথিবীর সব এক কেন্দ্রীভুত
সবাই মিলে মানুষ গর্ভে ধারণের প্রতিযোগীতায় লিপ্ত
রাত নামে, প্রতিটি ঘরে সুখের অতৃপ্তি নিয়ে
আজও বাসর হবে, আজও নতুন কোন ভ্রুণ অত্রিক্রম করবে বাঁধার পাহার
তারপর হয়ত আসবে একটি পূর্নাঙ্গ মানুষ…
অথচ দুজনের মনে আকাশ সম অতৃপ্তি
আরও একটু বেশী আলিঙ্গন হতে পারতো বোধ হয়….!
14 thoughts on “অপূর্ণ আলিঙ্গন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ লাগল কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন———
ধন্য করলেন মন্তব্য করে । ভালো থাকবেন ।
দারুণ লিখেছেন শ্রদ্ধেয় কবি দাদা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
কৃতজ্ঞতা জানবেন প্রিয় । ভালো থাকবেন অসীম ।
বরাবরের মতো স্বচ্ছ পরিপাটি লিখা। নিবন্ধ বা কবিতায় সমান সাবলীল আপনি।
প্রিয় মানুষ আপনিতো সুন্দর বলবেনই !কৃতজ্ঞতা আপনার প্রতি
কয়েকবার পড়লাম। ভাবলে ভাল লাগে, শব্দনীড়ে সম্ভাবনাময় অনেকের লেখা পড়তে পারি। সৌভাগ্য মনে করি। আপনার দুটো লেখাই আমাকে মুগ্ধ করেছে দাদা।
আপনাদের সান্নিধ্যে থাকতে পেরে ধন্য হবো । কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি ।
নষ্ট মন সুখকেও উদযাপন করতে পারে না !
কৃতজ্ঞতা প্রিয় ।
বাঁধার পাহাড় ডিঙ্গানো পূর্নাঙ্গ মানুষ চাই।
কৃতজ্ঞতা আপনার প্রতি ভাই
সলতের আলোতে যার বাসর হয়
সে ও যে স্পন্দনে রাত্রি যাপন করে,
* অসাধারণ শব্দ চয়ন…
ভালো থাকুন কবি।
ভালোলাগার জন্য ধন্যবাদ অনেক । ভালো থাকবেন প্রিয়