বাঁক
যদি আবার দেখা হয়ে যায়, ভাবব
এই দেখাটার প্রয়োজন ছিল না
তবু বলব, কেমন আছে তোমার কৌলিণ্য?
কেমন আছে ছেলেমেয়ের মিঠে নদী-নালা?
তুমিও চাওনি বলেই ভাববে,
কেন যে দেখা হয়ে যায় এভাবে!
মুখ বলবে, অমন সুন্দর জমিন হারিয়ে ফেললে? কিংবা,
অহংকারগুলো কোথায় লুকোলে?
আমি তখন ফিকফিক করে হাসব
আমি তখন হাতের মুঠো খুলে জোনাক দেখাব
কেটে ফেলা চুলের শোকে ঘুরে দাঁড়াব
ফিরে আসতে আসতে ভাবব, যত্তোসব ছেলেমানুষি!
শুধু তুমি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ থাকা যায়
তোমার বুকের ব্যাথাটা বেড়ে যাবে অকস্মাৎ
তুমি ভাবতে শুরু করবে, আসলে ভুলটা কোথায় ছিল?
আমি তো জানি, আজকের এই দেখা হওয়াটাই ছিল ভুল।
অসাধারণ কবিতায় অভিনন্দন প্রিয় কবি দি। প্রণাম।
ধন্যবাদ আর আদাব রিয়া আপু।
বরাবরের মতো সুন্দর লিখা বন্ধু। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ প্রিয় বন্ধু আজাদ ভাই।
শুধু তুমি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ থাকা যায়
তোমার বুকের ব্যাথাটা বেড়ে যাবে অকস্মাৎ
তুমি ভাবতে শুরু করবে, আসলে ভুলটা কোথায় ছিল?
আমি তো জানি, আজকের এই দেখা হওয়াটাই ছিল ভুল।
শুভেচ্ছা কবি ইলহাম।
শেষ স্তবকটা বেশী চমৎকার
কবিতা পড়ে ভালো লাগলো , অভিনন্দন!!!
ধন্যবাদ কবি জাহিদ অনিক।
কবিতা পড়ে ভালো লাগলো , অভিনন্দ!!
ধন্যবাদ সালজার রহমান সাবু ভাই।
শুভেচ্ছা কবি তুবা আপু।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
চমৎকার কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
কিচ্ছুই বুঝিনাই সন্ন্যাসিনী। তবে চেষ্টা করেছি

আমার ব্যর্থতা আসিফ আহমেদ ভাই। ধন্যবাদ।
No, I am from different track. I am thriller writer, defence analysts. This is very different art and terms.
ভালোবাসা ছুঁয়ে যাক অনন্ত সুখের পরশে…
কষ্টের অনল নিভে যাক উর্মি উচ্ছ্বাসে
আপনাকে সহস্র শুভেচ্ছা ভাই।
অসাধারণ এক কবিতা পড়লাম! খুব ভালো লেগেছে শ্রদ্ধেয় তুবা দিদি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ কবি নিতাই বাবু।
শুধু তুমি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ থাকা যায়
তোমার বুকের ব্যাথাটা বেড়ে যাবে অকস্মাৎ
তুমি ভাবতে শুরু করবে, আসলে ভুলটা কোথায় ছিল?
আমি তো জানি, আজকের এই দেখা হওয়াটাই ছিল ভুল।
এই কবিতার মতো করে যদি সত্যি আরেকবার দেখা হতো! না হয় বাড়বেই কিছু ব্যথা তাতেই বা ক্ষতি কি এমন।তবুতো দেখা হলো কথা হলো আবার কিছুক্ষ। শুভ কামনা প্রিয় কবি।
সুন্দর মন্তব্য কবি আদেল পারভেজ ভাই।