আ বাস জার্নি টু হোম

আ বাস জার্নি টু হোম

প্রতিটা বাস স্টপেজে
আমার একজন করে প্রেমিক থাকে
বাসে উঠবার পর আমাকে অধিকারভুক্ত দাসীর মত
ওরা আমার পেছনে এসে দাঁড়ায়
আমার ঘাড়ের মাংসে আঙ্গুল ডুবিয়ে দেয় আর
উরুর পেছনে ওদের উঁচানো স্টেনগান
ঠেকিয়ে রাখে।

বাসের ঝাঁকুনীতে আমি ঘুমিয়ে পড়ি
আমার চরম উল্লসিত শরীর
রাগমোচনে একাকার হতে থাকে।

বাস থেকে নামবার আগে
একটা সিটে রেখে আসি
আমার শরীর বিচ্যুত তাল তাল মাংস
আমার প্রেমিকগণ খাবে বলে।
পৃথিবীর সকল
মাংস-হাড্ডি-মজ্জা তো আসলে
ভোগ দখলের, কে না জানে!

বাস থেকে নেমে আমি হেঁটে যেতে থাকি
পরবর্তী প্রেমিকের দিকে; এক সমাদৃত দিন থেকে
আমার আরেক সমাদরণীয় দিনের দিকে।

23 thoughts on “আ বাস জার্নি টু হোম

  1. আমার ঘাড়ের মাংসে আঙ্গুল ডুবিয়ে দেয় আর
    উরুর পেছনে ওদের উঁচানো স্টেনগান
    ঠেকিয়ে রাখে।————-দারুণ

  2. ভীষণ সুন্দর লিখেছেন!! (নামে “টু” মুছে “আ বাস জার্নি হোম” করতে পারেন)!!

    দারুণ শব্দ চয়ন, চিত্রকল্প এবং এর প্রবাহ। এর আধুনিক মেদহীন চেহারা আমাকে  ভীষণ আকৃষ্ট করেছে। কোথাও কোন বাড়তি শব্দ নেই; ঘাটতিও নেই।

    মুগ্ধ ! 

  3.  

    এটি আমার অসম্ভব ভালো লাগার একটি কবিতা 

    সম্ভবত ২০১৫র  লিখা 

     

    আবার পড়লাম 

    আবার 

    আবার 

    আবার 

     

    এ লেখা পুরনো হওয়ার নয়। 

     

    অনেক শুভেচ্ছা তুবা তুবা। 

    :) 
     

  4.  

    বাস থেকে নেমে আমি হেঁটে যেতে থাকি
    পরবর্তী প্রেমিকের দিকে;  
    ভালো লাগলো কবিতার থিম ও প্রকাশ 

  5. পৃথিবীর সকল
    মাংস-হাড্ডি-মজ্জা তো আসলে
    ভোগ দখলের, কে না জানে!

     

    *সুপ্রিয়, অপূর্ব লেগেছে আমার কাছে।

    শুভ কামনা নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।