পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে।
আমাদের বাংলাদেশে যেমন আছে-
জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার।
জাতীয় মাছ – ইলিশ।
জাতীয় পাখি – দোয়েল।
জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক।
এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”।
প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিতো হই তাদের সাথে।
৭১। লেবানন
ডোরাকাটা হায়না (Striped Hyena)
৭২। Liberia
সিংহ (Lion )
৭৩। Lithuania
নেকড়ে বাঘ (Wolf)
৭৪। Luxembourg
সিংহ (Lion )
৭৫। মালাউই
Bar-tailed Trogon (বাংলা নাম জানা নাই)
Thomson’s Gazelle (বাংলা নাম জানা নাই)
৭৬। Malta
Blue Rock Thrush (বাংলানাম জানা নাই)
হাউন্ড কুকুর (Kelb tal-Fenek বা Pharaoh Hound)
৭৭। Macedonia
সিংহ Lion (in Macedonian heraldry)
Sarplaninec (এক ধরনের কুকুর)
Lynx (বিড়াল জাতীয় প্রাণী)
Ohrid Trout (বাংলানাম জানা নাই)
৭৮। Madagascar
Ring Tailed Lemur (বাংলানাম জানা নাই)
৭৯। মালয়েশিয়া
মালয়শিয়ান বাঘ (Malayan Tiger )
ধনেশ (Rhinoceros Hornbill)
৮০। মালদ্বীপ
Yellow-fin Tuna (বাংলানাম জানা নাই)
তথ্য ও ছবি : সংগ্রহীত
Lynx ভাই সাহেব তো দেখছি বাঘ মামার আরেক খালাতো ভাই।
ঐদিকে সিংহ কাকা অনেক দেশেই ফেবারিট হয়ে আছেন। এমনকি পোস্টের একাধিক স্থান। 
হে সিংহের অবস্থান মনে হয় সবার উপরেই হবে অথবা ইগল ও হতে পারে। Lynx আসলে বিরাল।
আবারও পোস্ট পড়ে এবং দেখে ভাল লাগলো ছবি দা।
ভালোলাগাটা জানতে পরে আমারও ভালো লাগলো।
বেশ ভালো লাগছে এই সিরিজটি প্রিয়ভাজন।
আজও মিল পেলাম বাংলাদেশের সাথে মালয়েশিয়ার এবং লুগজেম্বার্গের সাথে ম্যাকেডোনিয়ার।
বাঘ আসলে কয়েক দেশেরই জাতীয় প্রাণী।
অজানা তথ্য আর অসাধারণ সব ছবি।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
* বিচিত্র এই পৃথিবী…
বিচিত্র তার বাসিন্দারা