প্রেম চাইনি অপ্রেমের দিনেও

প্রেম চাইনি অপ্রেমের দিনেও

এই দেখো আয়নায়
একটা ট্রেন হুঁশ করে চলে গেল
গন্তব্যের ইশারায়…
চোখ থেকে লাফিয়ে লাফিয়ে কাশবন
নির্দ্বিধায় পার হল
সিনাইয়ের চূড়া;
কয়েকটা খাঁড়ি।

ট্রেনটা ফিরে এল না অথচ
রেললাইনের স্লিপার থেকে পাথরগুলো
পায়ে পায়ে হেঁটে হেঁটে এল
কাশবনের কাছে
এবং অতঃপর…
আয়নার পারদটুকু
খেয়ে ফেলল দ্বিধাহীন।

11 thoughts on “প্রেম চাইনি অপ্রেমের দিনেও

  1.  ট্রেনটা ফিরে এল না অথচ
    রেললাইনের স্লিপার থেকে পাথরগুলো
    পায়ে পায়ে হেঁটে হেঁটে এল  — 
    বাহ বেশ চমৎকার

    কবিতার শিরোনামটাও দুর্দান্ত। 

  2. ট্রেনটা ফিরে এল না অথচ
    রেললাইনের স্লিপার থেকে পাথরগুলো
    পায়ে পায়ে হেঁটে হেঁটে এল——–চমৎকার তুবা আপু

     

  3. ট্রেনের কথা বললে সব সময় ওটার গন্তব্য সাড়ে তিন হাত মনে হয়; আর ফিরে আসেনা। তখন মনটা যেন কেমন হয়ে যায়!

    মনটা যেন কেমন হয়ে গেল!

  4. ঠিক এমন করেই লিখতে ইচ্ছে করে, আর পড়তে কেমন লাগে সেটা নাইবা বললাম।

  5.            অতঃপর…
    আয়নার পারদটুকু
    খেয়ে ফেলল দ্বিধাহীন।

     

    * সুপ্রিয়, মুগ্ধ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।