দুই অন্ধকারের গল্প

দুই অন্ধকারের গল্প

কোনদিকের অন্ধকারটা দেখতে পাচ্ছো?
মূলতঃ দুইভাগ কালো আমার
একটা দর্শনীয়, যা তুমি দেখছ
আমি হাঁটলে সে হাঁটে
আমি ঘুমালে সেও
অন্যটা বুদ্ধিমান নিঃসন্দেহে
অনেকবার কাবু করেছে আমাকে এই তিমির
হয়তো তুমি তাকে চেনো।

অবিরাম জ্বলছে বিড়াল চক্ষু আঁধারে
আমি চিবুচ্ছি মাছের লেজ
জিভের উপরকার তালু কাঁটায় ক্ষত-বিক্ষত
নোনা রক্ত পেটে চালান হতেই একজন অন্ধকার আসে
ঈর্ষা আর ক্ষোভের পাথর ছোঁড়ে পূজোর থালায়
অন্য অন্ধকার তখন লজ্জার ম্রিয়মাণ
ছোট হতে হতে ছায়াটি আরো কালো হয়
অমনি আলো জ্বলে ওঠে মনের আঙ্গিনায়
এখন আমার কোন অন্ধকারটা তুমি দেখছো?
একজন চতুর অন্ধকার বোকাটাকে লুকিয়ে রাখে এভাবেই।

September 2011

14 thoughts on “দুই অন্ধকারের গল্প

  1. অন্যটা বুদ্ধিমান নিঃসন্দেহে
    অনেকবার কাবু করেছে আমাকে এই তিমির
    হয়তো তুমি তাকে চেনো।————দারুণ

  2.  ধন্যবাদ প্রিয় কবিকে চমতকার একটি কবিতা উপহার দেয়ার জন্য।

    আলো থাকলে মানুষ যা করে তার ছায়াও তা করে/ মানুষ জীনন্ত আর ছায়া?

    আলো না থাকলে মানুষ যা করে তার ছায়া সেটা করতে পারে না!

  3. আমি এক অন্ধকারেই কালো 

    তুমি চাঁদ আঁক দুই অন্ধকারে 

    কবিতায় আঁক আলো :) 
     

     

     

  4. অন্যটা বুদ্ধিমান নিঃসন্দেহে
    অনেকবার কাবু করেছে আমাকে এই তিমির
    হয়তো তুমি তাকে চেনো।

     

    * আপনার কবিতায় যে ভাবের গভীরতা আছে, তা পাঠক মাত্রই মুগ্ধ হবে। শুভ কামনা অশেষ…

মন্তব্য প্রধান বন্ধ আছে।