শিশিরের কায়া

শিশিরের কায়া

মেঘের সনে বসবাস করে বৃষ্টি দেখে ভয় পাও;
মাটির সাথে মিলেমিশে থাক বলে ধূলিকে ফু দাও-
পুকুর পারে নদী ভাবো তাই তো জলঢেউ ভিজো-
বাঁশ বাগান ঐ- বাঁশের বাঁশি সুর বাজাও কই ?
কোন সুখের পিচে দেখো দুঃখ সারি সারি নাও-

তবু দৃষ্টিপাতে দৃষ্টি নয় মনপাতে নৈঃশব্দের জয়
শূন্য মেঘে মাটির গন্ধ উড়ে- চোখ ঘোরে বৃষ্টিসজল
ক্লান্তিগোচর আমার শান্তি খুঁজে জীবনটাই ইতল বিতল-
অতঃপর বাতাস বলো- জল বলো মাটির বিন্দু কোণা
সবার মাঝে নশ্বর দেখো ছায়া শিশির বুনানো কায়া।

১০-০৯-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “শিশিরের কায়া

  1. অতঃপর বাতাস বলো- জল বলো মাটির বিন্দু কোণা
    সবার মাঝে নশ্বর দেখো ছায়া শিশির বুনানো কায়া।

     

    * মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।