কল্পতরু
আজকাল পাখীদের ঠোঁটে ঠোঁটে
তাম্বুরা অনুরাগ
কিমাম আর জর্দার মিশেল বানারসি পান।
এক পাখি চঞ্চু ভেঙে আধখানা দেয়
সঙ্গী পাখীটা লেজঝোলা,
গুলকন্দের মিঠা
প্রথমে একজন গেয়ে উঠবে সোনালী সুর
দিনশেষে অন্যজন দেবে ভাল বাসা।
আকাশের ম্যাপ ধরে কে মাপবে পথ?
গাছের কোটরে এখনো ছোট্ট সংসার
এরপরে কে যে যাবে কোথায়!
পান ফুরাবে, ধান উড়াবে
রয়ে যাবে মিষ্টি মহুয়া দিন।
ঠোঁটে ঠোঁটে লেগে যাবে একদিন বচসা রোদন
তবক মোড়ানো রূপোলী প্রেম
পানের মধুরস রঙের সাথে আবারো যাবে মিলিয়ে।
ঠোঁটে ঠোঁটে লেগে যাবে একদিন বচসা রোদন
তবক মোড়ানো রূপোলী প্রেম
পানের মধুরস রঙের সাথে আবারো যাবে মিলিয়ে। অনবদ্য
"মোড়ানো রূপোলী প্রেম …
পানের মধুরস রঙের সাথে আবারো যাবে মিলিয়ে।"
চমৎকার কবিতা প্রিয় কবিবন্ধু। শুভ সকাল।
আপনার কবিতায় মুগ্ধ হই দিদি ভাই।
"কল্পতরু"র চিত্রকল্পে মুগ্ধ হয়েছি। শুরুটাতেই মন ভরে গেছে। এরপরেও অনুচ্ছেদে অনুচ্ছেদে ভালো লাগা রয়েছে!
দারুণ কিছু শব্দচয়ণ; সব মিলিয়ে কবিতার মুগ্ধতা মনে লেগে রইলো।
আপা পান কিন্তু তাম্বুরা নয় তাম্বুল। হয়ত প্রিন্টিং mistake হতে পারে তাই মনে করিয়ে দিলাম আশা করি গুস্তাখি মাফ করবেন।
অসাধারণ শাকিলা তুবা বোন।
কবিতার প্রসংশা করে গেলাম প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা।
* শিল্পরসোত্তীর্ণ কবিতা, মুগ্ধতা রেখে গেলাম। শুভরাত্রি।