বৃষ্টির সিঁড়ি

বৃষ্টির সিঁড়ি

যৌবনের নেশালু গান ধমনী ভেদ করে ছুটে গেল বনের শেষপ্রান্তে, ওখানে মাকড়শা তার নকশী সুতোয় বুনছে গোলাপী জাল। সন্ধ্যার ধোঁয়াটে পথে রহস্যও ছুটছে সমান তালে। বেহালার সুর তন্ত্রীতে আঘাত হেনেই মিলিয়ে যায়। এখানে শুন্যতা পথের বাঁকে বাঁকে, এখানে বেসুরো বাজে জীবনের বাঁশী।

দূর অরন্যে, কে ডেকে বলে, ‘ঘর ভুলে যা—ওরে পাহাড়তলীতে বনপল্লী গড়ে নে। যেখানে যুবক তার যুবতীর সুডৌল স্তনে প্রস্তরযুগের উল্কি আঁকে আর খিস্তিমুখর গানে খুঁজে ফেরে আসমানী বানী।‘ ঘোরের ভেতর হামাগুঁড়ি দিয়ে কুয়াশা ঠিকই পৌঁছে যায় নদীর মাঝ বরাবর; চাদর বিছিয়ে আহবান জানায় কাম-কলায় দক্ষ মানব মানবীকে। এইখানে হারিয়ে যাওয়া মানুষটির খোঁজে আকাশ থেকে বৃষ্টির সিঁড়ি বেয়ে নেমে আসে একাকী তারা। ঠিক এই সময়েই হরিনের চোখ গপগপ করে গিলে ফেলে গ্রাম্য মেয়ের সরলতা আর মেয়েটি খরিদ্দারের লুঙ্গীর খোঁট থেকে টেনে বের করে জারজ শিশুটিকে।

এক মানুষের অভাবে পৃথিবী কি এতই বিরান?

নষ্ট জল বেরিয়ে যাক মাটি ফুঁড়ে। দৈত্যের মেরুদন্ড শুষে কালো রক্তকে পাথরের ঢেলা বানিয়ে ছুঁড়ে দাও অন্তরীক্ষে। এক জীবনে দশ জীবনের সুখ-তৃষ্ণায় এখনো লোভী হই। গোধূলি তার প্রজাপতি রথে ঘুরে আসুক আকাশের এ মাথা ও মাথা। বিকেলের শান্ত ছায়ায় আরেকবার বাঁচবার কথা ভাবি। মিলন সাগরে আসুক জোয়ার।

24 thoughts on “বৃষ্টির সিঁড়ি

  1. অসাধারণ গদ্য কাব্য প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.  

    চমৎকার বৃষ্টির সিঁড়ি 
    দূর অরন্যে, কে ডেকে বলে, ‘ঘর ভুলে যা—ওরে পাহাড়তলীতে বনপল্লী গড়ে নে। 

    1. ধন্যবাদ কবি জাহিদ অনিক ভাই। :)

  3. হারিয়ে যাওয়া মানুষটির খোঁজে আকাশ থেকে বৃষ্টির সিঁড়ি বেয়ে নেমে আসে একাকী তারা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পারফেক্ট কবি সৌমিত্র চক্রবর্তী দা। :)

  4. নষ্ট জল বেরিয়ে যাক মাটি ফুঁড়ে। দৈত্যের মেরুদন্ড শুষে কালো রক্তকে পাথরের ঢেলা বানিয়ে ছুঁড়ে দাও অন্তরীক্ষে।

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ কবি দিলওয়ার হুসাইন ভাই। :)

  5. ভালো লাগার মতো জীবন কবিতা কবি শাকিলা তুবা। :)

    1. ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। :)

  6. বিকেলের শান্ত ছায়ায় আরেকবার বাঁচবার কথা ভাবি। মিলন সাগরে আসুক জোয়ার।

  7. মিলন সাগরে আসুক জোয়ার।

    অনেক শুভেচ্ছা নিবেন কবি আপু

  8. মিলন সাগরে আসুক জোয়ার!

    আমি দিদি ভাটায় আছি। তবে আপনার বৃষ্টির সিঁড়ি বেয়ে উঠার আমার ক্ষমতা নেই। সত্যি দারুণ লিখেছেন! 

    1. আপনার জন্য বিশেষ শুভকামনা কবি নিতাই বাবু। :)

  9. এক জীবনে দশ জীবনের সুখ-তৃষ্ণায় এখনো লোভী হই। গোধূলি তার প্রজাপতি রথে ঘুরে আসুক আকাশের এ মাথা ও মাথা। বিকেলের শান্ত ছায়ায় আরেকবার বাঁচবার কথা ভাবি। মিলন সাগরে আসুক জোয়ার।

    লিখা পড়ে পড়ে আমি কল্পনায় আঁকি বাস্তবতা, সত্যি অসাধারণ লিখনি।

    1. শুভেচ্ছা কবি আদেল পারভেজ ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।