এই সব দিন কাঁদাবে মানুষ
এইসব দিন কাঁদাবে মানুষ! মানুষ কাঁদলে পরে পৃথিবীর কোন কোন বনভূমির গহীনে কেঁদে ওঠে সবুজ বৃক্ষের দল, কোমল পাখি! কেঁদে ওঠে শাবক হরিণ, বন মোরগেরা! মানুষ কাঁদলে পরে এক একটি ঝরে যায় বৃক্ষের পাতা!
মানুষ কাঁদলে পরে, তবু এইসব কান্নাগুলো অতীত স্মৃতির মতো পেছনে রেখে, হেঁটে যায় যোজনার পথ; ঘরের দেয়ালে ক্ষয়ে যাওয়া পলেস্তরায় গেঁথে বিগত স্মৃতি, রাতকে বুকে চেপে ক্রমশ নিদারুণ ভোরের অপেক্ষায় অপলক জেগে থাকা!
এক জীবনের কথোকথা। এমন সব কত শত কথা হৃদয়ে জায়গা জুড়ে রয়।
শুভেচ্ছা মি. সুমন আহমেদ। শুভ সকাল।
ধন্যবাদ প্রিয় আজাদ ভাই। সালাম এবং শুভ সকাল।
ক্রমশ নিদারুণ ভোরের অপেক্ষায় অপলক জেগে থাকা! ভালো থাকুন কবি।
ঠিক বলেছেন কবি শাকিলা তুবা।
ধন্যবাদ।
মানুষ কাঁদলে পরে, তবু এইসব কান্নাগুলো অতীত স্মৃতির মতো পেছনে রেখে, হেঁটে যায় যোজনার পথ। সুন্দর প্রকাশ সুমন দা।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
দারুণ কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসা।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
অসাধারণ জীবন কাব্য।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
অসাধারণ সুমন ভাই।
ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই।
সত্যই কথা কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন————
অনেক ধন্যবাদ কবি আলমগীর সরকার ভাই।
মানুষ কাঁদলে পরে, তবু এইসব কান্নাগুলো অতীত স্মৃতির মতো পেছনে রেখে, হেঁটে যায় যোজনার পথ;।
চমৎকার উপলব্ধি কবি, আমরা স্বপ্নে বাঁচি তাই এক সমুদ্র কান্ন মুছে আবার স্বপ্নে বাঁ।
সুন্দর মন্তব্যে খুশি হলাম আদেল পারভেজ ভাই।