তবেই তুমি নারী
ডান হাতে চেপে ধরো ওর মাথা
বাঁ হাতে নাও গোলাপী সুষমা
ওর একটা হাত নরম হয়ে নামুক অন্য স্তনের ওপরে
ওটা নিয়ে ভেবো না, এ শুধুই খেলা
যা সে সারাজীবন খেলবে আর ভুলে যাবে এই দিন
তুমি ভুল করো না।
তুমি বরং মনোযোগী হও ডান স্তনে।
নীচের চার আঙ্গুলে নাও সবটুকু ভার, আর
উপরের বুড়ো আঙ্গুলে চলুক কারসাজি
বাদামী বৃন্ত ঢুকে যাক কুসুমকুঁড়ি ঠোঁটে
নহর নামবে তোমার বুক ফুঁড়ে
বোঁটা থেকে নামা শরীর সুধায় রক্ষা হবে মানবজাতি
তুমি কেবল ধৈর্য্যশীলা হও, যেমন নমনীয় তুমি
তেমন মনোযোগী হও—
ক্ষমা করো, ক্ষমা করে যেতে থাকো সব অনাচার
পৃথিবী তোমার হাতের মুঠোয়
পৃথিবী তোমার দুই স্তনের ভেতর
এভাবেই বাঁচে পুরো মানবকুল।
(উৎসর্গঃ পৃথিবীর সকল মা’কে)
এভাবেই বেঁচে থাকুক মানবকূল। শুভেচ্ছা প্রিয় দিদি ভাই।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
নন্দিত সুন্দর কবিতা প্রিয় কবি বোন। অনেক শুভেচ্ছা আপনার জন্য।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
"বোঁটা থেকে নামা শরীর সুধায় রক্ষা হবে মানবজাতি
তুমি কেবল ধৈর্য্যশীলা হও, যেমন নমনীয় তুমি।"
পৃথিবীর সকল মায়ের প্রতি কৃতজ্ঞতা।
পৃথিবীর সকল মায়ের প্রতি কৃতজ্ঞতা। এটাই বলি সব সময় বন্ধু।
মুগ্ধ হলাম কবি শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
"তুমি কেবল ধৈর্যশীলা হও " —- মা মানেই তো সহনশীলতা, মা মানেই অমিয়সুধা ।
সকল মাকে শ্রদ্ধা।
সুন্দর মন্তব্য কবি রুকশানা হক।
আপনার কবিতা আমার হৃদয় স্পর্শ করেছে শ্রদ্ধেয় শাকিলা দিদি। আমি আমার মায়ের স্তন কীভাবে চুষেছি, তা আমার এখনো স্পষ্ট মনে আছে । আমার আমার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিমপাতা বেঁটে স্তনে মেখে রাখতেন। তারপরও আমি দুধ পিপাসু পাগল থেমে থাকার মতো ছিলাম না।
আজ আপনার কবিতা পড়ে আমার মাকেই ভীষণ মনে পড়ছে শ্রদ্ধেয় দিদি।
আমি সার্থক কবি নিতাই বাবু। শ্রদ্ধ নিন।