আমাকে নরক দাও

আমার স্বর্গ চাইনা
স্বর্গে আমার দরকার নেই
হে ভগবান, স্বর্গে বড় লোভ!

স্বর্গের বাড়ীতে-বাগানে
জঘণ্য লোভ ছড়িয়ে ছিটিয়ে,
হে ভগবান, আমার আপেল চাইনা
আপেলে বড় লোভ!

আপেল যদি খেতে না পাই
তবে আপেল তৈরী করলে কেন?
হে ভগবান, তুমি আমাকে শাস্তি দাও
তবু আমি আপেলই খাবো

তখন যদি তুমি আমাকে
স্বর্গ থেকে বিচ্যুত করো,
তবে চাইনা তোমার স্বর্গ,
তোমার আপেলও চাইনা!

হে ভগবান, আমাকে নরক দাও!
আমি স্বর্গ চাইনা
স্বর্গে বড় লোভ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

20 thoughts on “আমাকে নরক দাও

  1. আমিও মুগ্ধ হলাম । লোভে পাপ পাপে মৃত্যু – আবার মৃত্যুর পরে যদি নরকই লাভ হলো তখন কি হবে শুনি ? অতএব আগেই বিচ্যুত এই লোভ হতে – সে নরকই স্বর্গ হোক।
    ভালো লিখলেন । শুভকামনা জানবেন ।

    1. ধন্যবাদ শব্দনীড় লিখাটিকে রি-কল করার জন্য। নাজমুন নাহার আপা এই আইডি সম্ভবত আপনার পূর্বের আইডি। বাহ্ স্মৃতি হয়ে আমার পোস্টে আজও আছে। আচ্ছা আপনার আগের লিখা গুলোন আপনার সংগ্রহে আছে তো !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. হে ভগবান, আমাকে নরক দাও!
    আমি স্বর্গ চাইনা
    স্বর্গে বড় লোভ।
    অসাধারণ হয়েছে কবি দাদা।

  3. হে ভগবান, আমাকে নরক দাও!
    আমি স্বর্গ চাইনা
    স্বর্গে বড় লোভ।-!!! তারপরও :) ভগবান কিছু তো দিলেন।
    অসাধারণ লেখনিতে মুগ্ধতা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. হুম মামুন ভাই। আপনিও নাই। তারপরও শুভেচ্ছার বিপরীতে শুভকামনা। :)

  4. বিবিধ ধারার লিখায় মুগ্ধই হতে হয় প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় ভাই। খুশি হলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. আমি স্বর্গ চাইনা স্বর্গে বড় লোভ। এমন একটি লিখায় কি মন্তব্য হতে পারে বুঝতে পাচ্ছি না। আপনার প্রসংশা করলাম সৌমিত্র দা। :)

    1. অশেষ কৃতজ্ঞতা সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. "হে ভগবান, আমাকে নরক দাও! আমি স্বর্গ চাইনা স্বর্গে বড় লোভ।"

     

    লোভলালসা থেকে মুক্তি পাক অন্তর। শুভকামনা দাদা  

  7. স্বর্গের ফলটির পরিচয় নিয়ে মতান্তর থাকলেও কোনোভাবেই সেটি যে আপেল ছিল না, এটুকু বিশ্বাস করেন গবেষকরা। বাইবেলে শুধু ফল বলা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিস শরিফে গন্ধম বা আপেলকোনো শব্দই ব্যবহৃত হয়নি। বরং শাজারাত শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ বৃক্ষ।

    যাই হোক, তবু এই আপেলটি নিয়ে রূপকথার কাহিনীর শেষ নেই! স্বর্গের বাগানে গন্ধম, নিউটনের গবেষণায়, মানবজাতির খাদ্য হিসেবে সর্বত্রই আপেল ।

    স্বর্গ চাই না, আপেলও চাই না কবি। আমি সুন্দরভাবে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। 

    1. আপনার মন্তব্যে কিছু না কিছু শিক্ষণীয় থাকে কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. "হে ভগবান ,আমাকে নরক দাও ! আমি স্বর্গ চাইনা স্বর্গে বড় লোভ।" চমৎকার উপস্থাপন কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ কবিবোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।