সেইলফিন
আমার বিশ্বাস হয়না এতটা ভুল কেউ হতে পারে
হাতের ভেতর গোটা নদী পুরে দিলেও
কেউ ছুঁড়ে ফেলতে পারে এত এত মাছ।
আমি তার নীতির কিনারে গিয়ে দাঁড়াই
রেলিং ধরে উবু হয়ে মুখে রক্ত তুলি আর
লেখা হয়ে যেতে থাকি কারো দীনতার দলিলে।
এই যে ফুটে ওঠা শৃঙ্খলিত একমুঠো হাত
যাকে বাঘের থাবা ভেবে একদা আমিও ঘুমিয়েছিলাম
এখন কিনা দাঁড়িয়ে আছি কানকো বাঁধা তার দড়ির এককোণে।
হয়তো আমিও জাতিতে মাছ অথচ রেলিং ছেড়ে
উড়ে যাচ্ছি ঠিক যেন পাখি,
অবিশ্বাসী আমিও উড়তে পারছি সেই একই মাত্রায়!
সরভরা মেঘের বিচরন পথে
ক্রমাগত ছুঁড়ে দিতে পারছি নবীন সব পাখি অলক্ষ্যের মতন
আর দলিল লেখকের জাল ভরে উঠছে একঝাঁক লজ্জা।
অশেষ মুগ্ধতা প্রিয় কবি বন্ধু শাকিলা তুবা। শুভ দিন।
ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবি দি।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
মুগ্ধ কাড়া।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
ঠিক কোথায় যেন মনে হলো একটু অস্পষ্টতা ।তবুও অভিমান আর দ্রোহটুকু মনে হয় বুঝতে পারলাম । সেটুকুতেই অনেক ভালোলাগা ।
মানলাম। আপনাকে ধন্যবাদ খন্দকার ইসলাম ভাই।
আমি তার নীতির কিনারে গিয়ে দাঁড়াই

রেলিং ধরে উবু হয়ে মুখে রক্ত তুলি আর
লেখা হয়ে যেতে থাকি কারো দীনতার দলিলে।
ভালো লাগা রেখে গেলাম।
ধন্যবাদ কবি খেয়ালী মন ভাই।
বাহ দারুণ লিখেন বরাবরই। ঈদ মোবারক ও অনেক শুভেচ্ছা নিবেন।
ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই।
অসাধারণ শব্দ মালা, শ্রদ্ধা জানবে।
ধন্যবাদ সাবু ভাই।
সুন্দর কবিতা কবি শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সমন আহমেদ ভাই।
কবিতাকে ফীল করলাম আপা।
একরাশ শুভকামনা আপা।