গাঁয়ের বধু

চলছে একা গাঁয়ের বধু আনতে ঘাটে জল,
কলস কাঁখে নদীর বাঁকে বাজছে পায়ের মল।
নদীর ঢেউয়ে উথাল-পাতাল হৃদয় আনচান,
ভেজা পায়ে ছলছলানি গাইছে সুরে গান।
পাল তোলা ঐ নৌকা গুলি চলছে ছুটে দুরে,
আনমনা মন হয় যে উদাস বাড়ির কথা ভুলে।

রাখাল ছেলের বাঁশির সুরে পাগল করে মন,
কাজল চোখে দৃষ্টি খোঁজে দুরের কাশবন।
উদাস করা দুপুর বেলা শাড়ীর আঁচল উড়ে,
হাতের বালা গলের মালা গাঁথা বেলি ফুলে।
আকাশ জুড়ে মেঘের ভেলা চলছে করে খেলা,
কালো কেশে এলোবেশে হাজার রঙের মেলা।

গাছের শাখায় পাখি বাসায় করে কিচিমিচি,
কানের দুল নাকের ফুল রোদে ঝিকিমিকি।
চলনে আজি এমন গতি দৃষ্টি রাখে বেঁধে,
দিচ্ছে দোল করছে খেলা যেন ধানের শীষে।
আলতা পায়ের আলতো ছোঁয়ায় ধন্য মেঠো পথ,
বাঁকা ঠোঁটে মিষ্টি হাসি হৃদয় করে বধ।

14 thoughts on “গাঁয়ের বধু

  1. আকাশ জুড়ে মেঘের ভেলা চলছে করে খেলা,
    কালো কেশে এলোবেশে হাজার রঙের মেলা।
    আলতা পায়ের আলতো ছোঁয়ায় ধন্য মেঠো পথ,
    বাঁকা ঠোঁটে মিষ্টি হাসি হৃদয় করে বধ।

    ___ মিষ্টি এবং মন ভালো করে দেয়ার মতো কবিতা। ঈদ মোবারক কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতার ছন্দে, কাব্যের ভেলা প্রকৃতির রাজ্যে সুনীল আকাশে ভাসে চলে শব্দের ঝংকারে। সুন্দর কাব্যশৈলীতে মুগ্ধ হলাম কবিপ্রিয়। সাথে থাকুন, পাশে রাখুন। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।জয়গুরু!

  3. সুন্দর ছন্দ পদ্য কবি দাদা ভাই। মুগ্ধ হলাম। ভালোবাসা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ দাদা, আর্শীবাদ করবেন।

  4. অসাধারণ লেখা কবি ভাই। মুগ্ধ হলাম।

    1. ধন্যবাদ, নিরন্তর শুভকামনা। 

  5. লেখা পড়তে পড়তে যেন চির চেনা সেই স্মৃতি চোখের সামনে চলে এলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. আমার কাছে লেখটি ভাল লেগেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।