মনরঙ্গ
কাঁপতে কাঁপতে দূরে সরে গেছে ছায়া
ঢেউ ঢেউ আগুনে সলতে
জ্বলে উঠেছিল দ্বিধার পাশে
একদিন ঘাস আর প্রজাপতির মিলিত
রিফ্লেকশন আকাশের দিকে
উড়ে যাবে
এমনি করেই।
একদিন সবই জনম জনম হেঁটে যাবে
আর ফিরবেনা
অন্য কোনো ফাল্গুনেও যেমন ফিরবে না
আজকের এই বসন্ত।
যোগীর ছায়াবসনে কেন যে কেউ
তবু মেখে দিয়ে যায় অঙ্গজাত উৎসর্গপ্রথায়
মদ ও পশুবলির ছল!
চমৎকার কবিতা প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা।
ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
অনেক সুন্দর হয়েছে কবি বোন শাকিলা তুবা।
শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
অনবদ্য কবিতা কবি দিদি ভাই।
ধন্যবাদ রিয়া রিয়া।
আপনার কবিতার ভাব ভাবনা আমার কাছে অসাধারণ লাগে আপা।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
যোগীর ছায়াবসনে কেন যে কেউ
তবু মেখে দিয়ে যায় অঙ্গজাত উৎসর্গপ্রথায়
মদ ও পশুবলির ছল!
শুভেচ্ছা কবি সাজিয়া আফরিন।
প্রিয় কবি , আপনার লিখা দীর্ঘ সময় নিয়ে পড়ি আমি ।
আজও পড়লাম …..মুগ্ধতা রাখছি ।
সতত শুভেচ্ছা রইলো

ধন্যবাদ কবি দাউদ ভাই।
সুন্দর কবিতা।
ধন্যবাদ রিয়া রিয়া।
একদিন সবই জনম জনম হেঁটে যাবে
আর ফিরবেনা
অন্য কোনো ফাল্গুনেও যেমন ফিরবে না
আজকের এই বসন্ত।
* অনেক সুন্দর ও সাবলীল প্রকাশ….
ধন্যবাদ ভাই।
একদিন সবই জনম জনম হেঁটে যাবে
আর ফিরবেনা
অন্য কোনো ফাল্গুনেও যেমন ফিরবে না
আজকের এই বসন্ত।
অনবদ্য
ধন্যবাদ ভাই।