প্রেমঃ সেতো দুর্মর চঞ্চলতা

তোমাতে উতলা ঊরা প্রেমের বিরহে,
আমার হৃদয়ের বাম অলিন্দ কামঠ কামড় আঘাতে….।
অন্তঃকরণ সদাসর্বদা দিকভ্রান্ত হয়।

দীর্ণ হৃদয় অবনীধামে
যেন সদা আকুলীভুত।

প্রেম সেতো দিব্য নাকি?
কলিযুগে দুর্মদ ভ্রষ্ট!

মদিরা আসক্ত হৃদয় তদবধি
শুধু তোমার ই পানে ধায়।

16 thoughts on “প্রেমঃ সেতো দুর্মর চঞ্চলতা

  1. কবিতায় দারুণ সব উপমার ব্যবহার। কিছুদিন পর মনে হয় আপনার কবিতা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কেমন আছেন কবিদি। অন্য একটি ব্লগে প্রতিদিন ই একের অধিক কবিতা লিখছি ।সেদিকে ই ব্যস্ত থাকতে হয় তাই, এদিকে আর আসা হয়ে ওঠে না । আবার আসবো নিশ্চয় । শুভকামনা রইলো।

    1. প্রিয় কবিদা আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগছে।
      শুভকামনা রইলো।

    1. কারো কারো মন্তব্য পেতে সত্যি ই খুব ভালো লাগে।
      ধন্যবাদ প্রিয়্

  2. মদিরা আসক্ত হৃদয় তদবধি
    শুধু তোমার ই পানে ধায়।

     

    * চমৎকার …. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এখন কেমন আছেন মুরুব্বী ? আশা করি ভালো আছেন । আপনার মন্তব্য পেয়ে সত্যি খুব ভালো লাগছে।
      আমি এখন থেকে আবারো নিয়মিত হবো । দোয়া রইলো।
      আমার জন্য ও দোয়া করবেন।
      শুভসকাল

মন্তব্য প্রধান বন্ধ আছে।